Panchayat Elections 2023 Live Updates: কোচবিহার থেকে কাকদ্বীপ, দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

Background
ভোটের আগেই ত্রিস্তর পঞ্চায়েতের (Panchayat Polls) ৯ হাজার ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! শীর্ষে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনা। ৬ হাজার ৩৮৩-র মধ্যে বিনা যুদ্ধে জয় ১ হাজার ৭৬৭টিতে।
মনোনয়নে রণক্ষেত্র ক্যানিং। রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের। ২০ হাজার ৫৮৫ জন কেন মনোনয়ন প্রত্যাহার করলেন? সোমবারের মধ্য়ে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ।
পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানোর দাবি শুভেন্দুর। ১০ দফায় ভোট হলেও হারবে, পাল্টা তৃণমূল।
রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। সব বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স? ৮২২ কোম্পানি চেয়ে রিক্যুইজিশন কমিশনের। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানিতে সম্মতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
নজরদারিতে কী পদক্ষেপ? এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা। মন্তব্য প্রধান বিচারপতির। চাইলে আরও বাহিনীর জন্য আবেদনের অনুমতি। ২০১৩-র মডেল মানলে বাহিনী দেওয়া সম্ভব, জানাল কেন্দ্র।
পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। উলুবেড়িয়া ১-এর বিডিওর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃতির অভিযোগ। সোমবার পর্যন্ত সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।
Panchayat Elections Live Updates: পঞ্চায়েত ভোটের আগে আরও একটি মৃত্যু দেখল বাংলা!
পঞ্চায়েত ভোটের আগে আরও একটি মৃত্যু দেখল বাংলা! এবার বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। এ নিয়ে রাজ্যে গত ১৬ দিনে মৃত্যু হল ১০ জনের। মাড়গ্রাম থেকে দিনহাটা, এছাড়াও একাধিক জায়গায় চলল বোমাবাজি, উদ্ধার হল তাজা বোমা। রানিনগরে সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল।
WB Panchayat Poll Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের অন্তর্গত ফলতা বিধানসভায় প্রার্থীই দিতে পারল না বিরোধীরা
একবারে একশোয় একশো! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের অন্তর্গত ফলতা বিধানসভা এলাকায় একটাও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা। বজবজ এক নম্বর ব্লকের সব আসনেও একেবারে নিরঙ্কুশ জয় পেল শাসকদল। অন্যদিকে বিনা ভোটে জয়ের পর এবার শাসনে পঞ্চায়েতের বিজয় মিছিল বের করল তৃণমূল! এ নিয়ে শুরু হয়েছে তরজা।





















