Panchayat Poll 2023: 'এদের কথা শুনবেন না' ভিনরাজ্যের বাহিনীর কাছে নিরপেক্ষ হয়ে কাজ করার আবেদন শুভেন্দুর
Suvendu Adhikari: দুদিন পরই পঞ্চায়েত ভোট। রাজ্য়ের বিভিন্ন জায়গায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছে ভিনরাজ্যের পুলিশও।

কলকাতা: 'বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার। ওদের কথা শুনবেন না।' রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিরপেক্ষ হয়ে কাজ করার আর্জি বিরোধী দলনেতার।
নিরপেক্ষ হয়ে কাজ করার আর্জি: দুদিন পরই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। রাজ্য়ের বিভিন্ন জায়গায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছে ভিনরাজ্যের পুলিশও। বুধবার সেই ভিনরাজ্যের পুলিশের উদ্দেশে বার্তা দিতে দেখা গেল বিরোধী দলনেতাকে। পঞ্চায়েত ভোটের প্রচারে বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথি দু'নম্বর ব্লকের নামালদিঘিতে যান শুভেন্দু অধিকারী।সেখানে মোতায়েন ছিল ভোট করাতে আসা ভিনরাজ্যের পুলিশ বাহিনী। তাঁদের দেখে দাঁড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। “অন্য রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠিয়েছে। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডাকেনি। আপনারা, আদালতের নির্দেশে এখানে এসেছেন। কোনও সুযোগ দেবেন না। কাল ভোটের প্রচারপর্ব শেষ হয়ে যাবে। এরপর জনগণকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এটাই আমার আর্জি, আমার আবেদন। আপনারা বাইরে থেকে এসেছেন। বাংলায় গণতন্ত্র পুরোপুরি শেষ হয়ে গেছে। পুরোপুরি শেষ। এ রাজ্যের পুলিশকে ক্যাডার বানিয়ে দিয়েছে। এদের কথা শুনবেন না। নিরপেক্ষ হয়ে কাজ করুন।’’
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য়ে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে- ৭২ কোম্পানি। উত্তর ২৪ পরগনায় ৫৮ কোম্পানি। পূর্ব মেদিনীপুরে ৫৬, পূর্ব বর্ধমানে ৫৪ , নদিয়ায় ৫০,দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হাওড়া ও মালদায় ৪৮ কোম্পানি করে, পুরুলিয়ায় ৪৭ কোম্পানি, কোচবিহারে ৪৩, হুগলিতে ৪১ কোম্পানি, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ৪০ কোম্পানি, বাঁকুড়ায় ৩৬, উত্তর দিনাজপুরে ৩৫, জলপাইগুড়িতে ২১ কোম্পানি, পশ্চিম বর্ধমানে ১৯, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ঝাড়গ্রামে ১৬, দার্জিলিঙে ১০ ও কালিম্পঙে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
এদিকে দফা বাড়ছে না পঞ্চায়েত ভোটে, একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে দফা বাড়াতে অধীর চৌধুরীর আবেদন খারিজ।' এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।তাই দফা বাড়ানোর আবেদন এখন গুরুত্বহীন।শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত।তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।'অধীর চৌধুরীর দায়ের করা মামলায় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?





















