Panchayat Poll 2023 :বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন
পঞ্চায়েত ভোটের সর্বশেষ খবর এক ক্লিকে ।
LIVE
Background
পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ খবর একনজরে
রাজ্য়পালকে ফের আক্রমণ মদনের : ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটাররা ভোট দেবে। পঞ্চায়েত ভোটের আগে, ফের কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন মদন মিত্র। সেইসঙ্গে রাজ্য়পালকেও বেনজির ভাষায় আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সমালোচনায় সরব বিরোধীরা।
তৃণমূল-বাম সংঘর্ষ : তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। একে অপরকে মারধর। বাড়িতে হামলা। দোকান ভাঙচুরের অভিযোগ উঠল উভয়পক্ষের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
কাজলের হুঁশিয়ারি : অনুব্রতহীন বীরভূমে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। নানুরের কর্মিসভা থেকে বললেন, খেলা হবে। দিলেন দেখে নেওয়ার হুঁশিয়ারি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।
অব্যাহত বাহিনী ধোঁয়াশা : কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।
ময়নার OC বদল : পঞ্চায়েত ভোটের মুখে ময়না থানার ওসি বদল। ভোটের ৮দিন আগে কৃষ্ণেন্দু প্রধানকে পাঠানো হল ছুটিতে। ময়না থানার দায়িত্বে কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম।
পুলিশের ছত্র 'ছায়ায়' নেতা? : পশ্চিম বর্ধমানে তৃণমূল নেতার মাথায় ছাতা ধরে পুলিশকর্মী। ভিডিও ট্য়ুইট করে দাবি শুভেনদু অধিকারীর। ভিডিওয় যে পুলিশকর্মীকে দেখা যাচ্ছে তিনি পুলিশের দ্বারা নিযুক্ত নন, তৃণমূল শাসক নেতার ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষী, জানাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
সন্ত্রাসে সরব রাজ্যপাল : দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে আবার সরব রাজ্যপাল। কালিম্পং কলেজে অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে বার্তা। কালিম্পং থেকে ফেরার পথে আচমকা সন্ত্রাস কবলিত কোচবিহারে গেলেন সিভি আনন্দ বোস।
আরাবুলের হুমকি : আট তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন। ছেলে হাকিমুল ইসলাম ক্ষমা চাওয়ার পর দিনই হুমকি তৃণমূল নেতা আরাবুল ইসলামের। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও।
অভিষেকের নিশানায় কেন্দ্র : বারাবনির সভায় অভিষেকের নিশানায় কেন্দ্র। একশো দিনের কাজের বকেয়া সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের এক থেকে দেড়মাসের মধ্যে দিল্লিতে গিয়ে আন্দোলনের হুমকি।
মেয়াদ বাড়ল মুখ্যসচিবের : রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র। আজ সকালে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠায় রাজ্য়।
Panchayat Poll News: বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। বাসন্তীর ফুলমালঞ্চয় গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথায় গুলি।
Panchayat Poll News: কোচবিহারে কী বার্তা রাজ্যপালের ?
এদিকে এরইমধ্য়ে রাজ্য়পালের সঙ্গে রাজ্য় সরকারের সংঘাতও তীব্র হচ্ছে। রাজ্য়পাল ইতিমধ্য়েই ভোট সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়ে গেছেন। রাজভবনে পিস রুম খুলেছেন। রাজ্য় নির্বাচন কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এসবের তীব্র সমালোচনা করেছে রাজ্য়ের শাসক দল। কিন্তু, তারপরও নিজের অবস্থানে অনড় রাজ্য়পাল।
Panchayat Poll News: বীরভূম থেকে বার্তা ফিরহাদের
পঞ্চায়েত নির্বাচনে ভোটাভুটির দিন এগিয়ে আসছে (Panchayat Elections 2023)। তার আগে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহে বীরভূমে গিয়ে জনগণকে তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর (mamata Banerjee) আস্থা রাখার কথা বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim)। তাঁর সাফ বার্তা, এই নির্বাচনে ভোট ভাগ হতে দেওয়া যাবে না। বিশ্বাস রাখতে হবে মমতার উপর।
Panchayat Poll News: কোলাঘাটে নির্দল প্রার্থীকে জয়ী করতে প্রার্থী দিল না তৃণমূল, CPM
পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন এগিয়ে আসছে (Panchayat Elections 2023)। তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। তৃণমূল (TMC), বিজেপি (BJP), কংগ্রেস (Congress), সিপিএম (CPM), নিজের মতো করে প্রচার চালাচ্ছে সব দলই। সেই আবহেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বেনজির সমীকরণ চোখে পড়ল। সেখানে বিজেপি-কে রুখতে অলিখিত ভাবে হাত মেলাল তৃণমূল এবং সিপিএম। নির্দল প্রার্থীর সমর্থনে দুই দলের কেউই প্রার্থী দাঁড় করাল না (Kolaghat News)।
Panchayat Poll News: দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।