Panchayat Poll 2023 Live : শুধু মুখের কথায় কাজ হবে না...জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বললেন রাজ্যপাল
Panchayat Election 2023 Live Updates: মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তি। জেনে নিন পঞ্চায়েত ভোট সম্পর্কিত অন্যান্য আরও খবর
LIVE
Background
কলকাতা: অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন (Panchayat Election 2023)। নির্দেশের পরেও চাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী। রায়ের ব্যাখ্যা চেয়ে ফের হাইকোর্টে কমিশন (WB Election Commission)।
ভাঙড়ে বিডিও অফিসের সামনেই পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। প্রশ্নের মুখে আজব সাফাই (Bhangar News)।
পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় সিভিকের জন্য তৈরি হচ্ছে পুলিশের উর্দি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর।
মনোনয়নে বাধার অভিযোগ। বসিরহাট থেকে প্রার্থীদের এনে কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ। বাধা পেলে কীভাবে এত মনোনয়ন? পাল্টা প্রশ্ন অভিষেকের।
দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেনদু। ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা।
২দিন পার, ভাঙড় আছে ভাঙড়েই! দিনভর বোমা-লাঠির দাপাদাপি। মার খেল পুলিশও।
পুলিশের সামনেই দিনভর অশান্ত ভাঙড়। আক্রান্ত এবিপি আনন্দ।
রণক্ষেত্র ক্যানিং। সংঘর্ষ-বোমাবাজি-চলল গুলিও। শাসকের গোষ্ঠীসংঘর্ষে তৃণমূল কর্মীই গুলিবিদ্ধ।
নন্দীগ্রামে টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ-বিক্ষোভ। চাপের মুখে সুফিয়ানের প্রার্থী পদ প্রত্যাহার। জেলা পরিষদে প্রার্থী করা হল সামশুল ইসলামকে।
পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি। প্রতিবাদে বামেরা। নিষ্ক্রিয়তার অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধি দল।
শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে।
Panchayat Polls: ভোটের ময়দানে নির্দল প্রার্থী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী
একজন টিকিট পেয়েছেন, আর একজন পাননি। তবে পঞ্চায়েত ভোটে লড়বেন দু'জনেই। জনতার রায় নিতে ভোটের ময়দানে নির্দল প্রার্থী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী। আর, স্বামী শিবঠাকুর অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেও টিকিট পেয়েছেন তাঁর স্ত্রী। এটা উপহার, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
Panchayat Nominations: প্রার্থী দিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বিভাস অধিকারীর দল
পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বিভাস অধিকারীর দল। অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে দলটি, নলহাটি ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। এতে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না, মন্তব্য় শাসক দলের।
Abhishek Banerjee: অভিষেককে দেখে 'চোর' ধ্বনি, ভিডিও পোস্ট সুকান্তের
এবার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের। 'চোর স্লোগানেই যদি এত রাগ হয়, ভাবুন আক্রান্ত বিজেপি প্রার্থীদের কী হচ্ছে', পঞ্চায়েত মনোনয়নে হিংসার প্রসঙ্গ তুলে ভিডিও ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।
CV Ananda Bose: শুধু মুখের কথায় কাজ হবে না...জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বললেন রাজ্যপাল
মনোনয়নপর্বেই বেনজির পরিস্থিতি। দিকে দিকে অশান্তি, রক্তপাত। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন, "শুধু মুখের কথায় কাজ হবে না। কাজে করে দেখাতে হবে। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।"
Panchayat Polls 2023: মনোনয়ন পর্বের শেষবেলাতেও জেলায় জেলায় দলবদলের হিড়িক
দিকে দিকে, বোমা...গুলির রমরমার মধ্য়েই মনোনয়ন পর্বের শেষবেলাতেও জেলায় জেলায় দলবদলের হিড়িক। কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর... মালদায় দেখা গেল এক ছবি। দলবদলে প্রভাব পড়বে না, বলছে তৃণমূল।