![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Poll Bhangar : 'রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর', ভাঙড়ে তৃণমূল কর্মী খুন
Panchayat Post Poll Violence : ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।
![Panchayat Poll Bhangar : 'রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর', ভাঙড়ে তৃণমূল কর্মী খুন Panchayat Post Poll Violence Bhangar Clash TMC Worker beaten to death At Bhangar allegedly by ISF backed goons Panchayat Poll Bhangar : 'রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর', ভাঙড়ে তৃণমূল কর্মী খুন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/34271b874bd231efc4dae28b288b10bb168939096229253_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : ভয়ের ভাঙড়ে ( Bhangar ) ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল ( TMC ) কর্মীকে পিটিয়ে খুন!
' লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর'
অভিযোগের তির আইএসএফের ( ISF ) দিকে। নিহতের নাম শেখ মোসলেম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন, ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে।
শনিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। হামলার সঙ্গে যোগ অস্বীকার করেছে আইএসএফ। এই নিয়ে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসে বাংলায় ৩৮ দিনে ৫৩ জনের মৃত্যু হল।
সম্প্রতি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাঙড়
ভোট গণনার ২ দিন পর ফের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাঙড়! গুরুতর জখম হন ৪ জন ISF কর্মী! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরও ভাঙড় শান্ত হয়নি।
ভাঙড়ে বৃহস্পতিবার রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বাসিন্দাদের আক্ষেপ, আগে এই সক্রিয়তা দেখালে হয়ত এত প্রাণ ঝরত না। কিন্তু কই ? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, ভাঙড়ে ফের ঝরে গেল প্রাণ।
নৌশাদকে ভাঙড়ে ঢুকতে বাধা
অন্যদিকে শুক্রবারই, নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে ভাঙড় যাওয়ার পথে, নিউটাউনের হাতিশালায় নৌশাদকে আটকে দেয় পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকেন আইএসএফ বিধায়ক। নিউটাউনে ভাঙড়ের আইএসএফ বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে গাড়ি ঘুরিয়ে নিতে বলা হয়। মাঝরাস্তাতেই গাড়িতে ঠায় বসে থাকেন। প্রায় সাড়ে সাত ঘণ্টা পর সন্ধে ৬ টা নাগাদ গাড়ি ঘুরিয়ে ফুরফুরা শরিফের দিকে রওনা হন নৌশাদ ।
ভোট গণনা শেষ, অশান্তির শেষ নেই। ফের উত্তপ্ত ভাঙড়। জারি রয়েছে ১৪৪ ধারা! মঙ্গলবারের লাগামছাড়া অশান্তি, পরপর মৃত্যুর পর দিকে দিকে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, তারপরও সন্ত্রাসে ভয়হীন ভাঙড়!
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)