(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Top 5 News:আবেদন খারিজ নৌশাদ সিদ্দিকির, স্পর্শকাতর বুথের তালিকা তৈরি কমিশনের-পঞ্চায়েতের ৫ খবর
আবেদন খারিজ নৌশাদ সিদ্দিকিরস্পর্শকাতর বুথের তালিকা তৈরি কমিশনেরবাসন্তীতে রাজ্যপালএকনজরে পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
আবেদন খারিজ নৌশাদ সিদ্দিকির...
নৌশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) আবেদন খারিজ। মূলত 'পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দেওয়া গেলে বাড়ানো হোক ভোটের দফা', পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আর্জিতে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। কিন্তু এবার হাইকোর্টে ধাক্কা খেল আইএসএফের বিধায়কের আবেদন। কেন দফা নিয়ে আবেদন করেছেন ? প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।'অবমাননা মামলার মধ্যেই সবটা আছে, যা যা আবেদন করেছেন সেই সম্পর্কে আগেই নির্দেশ দেওয়া হয়েছে', জানালেন প্রধান বিচারপতি।
স্পর্শকাতর বুথের তালিকা তৈরি কমিশনের...
পঞ্চায়েত ভোটের ৫ দিন আগে অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে স্পর্শকাতর বুথ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অবশ্য কিছু জানাতে চাননি তিনি। তবে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা শেষমেশ তৈরি করে তা কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
বাসন্তীতে রাজ্যপাল...
ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর বাসন্তীতে রাজ্যপাল। পঞ্চায়েতের আগে অশান্তিতে উত্তপ্ত ছিল কোচবিহার। সেখানে গিয়েছিলেন রাজ্যপাল। সোমবার সেখান থেকে সকালে ফিরেই বাসন্তী যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল। ভোটের বঙ্গে অশান্তির অন্ত নেই! ঝরেই চলেছে রক্ত! রবিবার সকাল থেকে উত্তপ্ত ছিল বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল-নির্দল সংঘর্ষে আহত ৪ জন। শনিবার রাতেই, বাসন্তীতে খুন হন এক যুব তৃণমূল কর্মী। এ নিয়ে ভোট শুরুর আগেই বাংলায় মৃত্যু হল ১৩ জনের। 'রাজ্যপুলিশ নয়, রাজ্যপালে আস্থা' জানিয়েছিল নিহত যুব তৃণমূলকর্মীর পরিবার। সেইসঙ্গে সিবিআই তদন্ত দাবি করেন মৃতের তৃণমূল প্রার্থী মেয়ে।
বিস্ফোরক TMC বিধায়ক...
পঞ্চায়েতের টিকিট বিলি থেকে দলের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। এবার নির্বাচনের মুখে আবারও বিস্ফোরক দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ।
দলের কাছে আর্জি জানিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISG MLA) নৌশাদ সিদ্দিকি। বিজেপির (BJP) বোলপুর সাংগঠনিক জেলা সভাপতিকে অবশ্য় সে পথে হাঁটতে হয়নি। সূত্রের খবর, দলের কাছে আর্জি জানাতে চার জনের কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু কী ভাবে?
আরও খবর:'ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে', বিস্ফোরক সুকান্ত