PM Modi Kanthi Rally Speech LIVE ‘এই দেশে কেউ বহিরাগত নয়, আমরা সবাই এই ভারতভূমির সন্তান’, কাঁথিতে মোদি
PM Modi Kanthi Rally LIVE এই নিয়ে পঞ্চমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি।

Background
২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। তার আগে আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। এর আগে রবিবার বাঁকুড়ায় প্রচার করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে পঞ্চমবার রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদি।
PM Modi Kanthi Speech LIVE: ‘আপনি খেলুন, আমরা সেবা করব’, কাঁথিতে মোদি
আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন, ‘ও দিদি, বারবার আমাকে বলতে হচ্ছে, কারণ আপনি শোনেন না। আপনি খেলুন, আমরা সেবা করব। বিজেপির একটাই মন্ত্র, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন দিদি। নন্দীগ্রামের মানুষ এই অপমানের জবাব দেবেন। আমাদের স্বপ্ন, আমাদের সঙ্কল্প সোনার বাংলা।’
PM Modi Kanthi Rally LIVE: ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়’, কাঁথিতে মোদি
আজ নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখছেন তিনি। তিনি বলেন,‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই।’





















