NDA-3 Swearing-in Ceremony: রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, সময় দিলেন রাষ্ট্রপতি
NDA-3 Swearing-in Ceremony: রবিবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল এনডিএ নেতৃত্বের তরফে।
নয়াদিল্লি: এনডিএ সাংসদদের অনুরোধ মেনে আগামী রবিবার ৯ জুন সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের (Union Council of Ministers) শপথ গ্রহণ (Swearing-in Ceremony) করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শুক্রবার রাতে এই কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অফিসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৯ জুন সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃ্ত্ব দেবেন রাষ্ট্রপতি।
राष्ट्रपति द्रौपदी मुर्मू 09 जून, 2024 को शाम 7.15 बजे राष्ट्रपति भवन में प्रधानमंत्री और केंद्रीय मंत्रिपरिषद के अन्य सदस्यों को पद और गोपनीयता की शपथ दिलाएंगी। pic.twitter.com/Iq94zT8HRk
— ANI_HindiNews (@AHindinews) June 7, 2024
আগামী রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ওইদিন সন্ধ্যায় তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রধান জেপি নাড্ডা রাষ্ট্রপতির হাতে বিজেপির সংসদীয় দল ও এনডিএ নেতাদের মোদিকে নেতা হিসেবে সমর্থন জানানোর চিঠি তুলে দেন। তারপরই শুক্রবার রাতে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে।
এবারের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে বিজেপি। যা ৫৪৩ জনের লোকসভায় অর্ধেক আসনও নয়। কিন্তু, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একসঙ্গে ২৯৩টি আসন জিতেছে। যা সরকার গঠনের জন্য যথেষ্ট। শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে ফের সরকার গঠনের জন্য একাধিক চিঠি পান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাতে সরকার গঠনের জন্য এনডিএর কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি। এই জোট ১৮তম লোকসভায় সম্পূর্ণ মেয়াদের জন্য সরকার গঠনের সক্ষম বলে মনে করার পরেই তিনি সংবিধানের ৭৫ (১) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনীত করেন।
পরে রাষ্ট্রপতি ভবনের থেকে জানানো হয় রবিবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেতৃত্ব দেবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NDA Government:'ইভিএম বেঁচে আছে নাকি দেহ রেখেছে?' সেন্ট্রাল হলে কটাক্ষ মোদির