Tamluk: চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে উঠল চোর স্লোগান ! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার তমলুকে
Abhijit Gangopadhyay: এদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী মিছিল করে বর্গভীমা মন্দিরে পুজো দেন।
বিটন চক্রবর্তী, কলকাতা : তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Tamluk BJP Candidate Abhijit Gangopadhyay) মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে উঠল চোর স্লোগান। বিজেপি কর্মীদের তরফে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর উদ্দেশে ভেসে আসে কুরুচিকর মন্তব্য। এরপর বিজেপি কর্মীদের একাংশ ধর্নামঞ্চের দিকে তেড়ে যান। এই নিয়ে তুলকালাম বাধে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী মিছিল করে বর্গভীমা মন্দিরে পুজো দেন।
ঘটনাটা কী ?
গত রবিবার থেকে তমলুক হাসপাতাল মোড়ে এসএসসি-র চাকরিহারাদের একাংশ তৃণমূলের শিক্ষক সংগঠনের ব্যানারে অবস্থান বিক্ষোভ করছেন। এদিকে আজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা রয়েছে। সেই মতো আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা বেরিয়ে আসে তমলুকে রাজ ময়দান থেকে। সেই শোভাযাত্রার সামনের অংশ যখন হাসপাতাল মোড়ে পৌঁছয় তখনই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এই হাসপাতাল মোড় থেকে মাত্র ১০০ মিটার দূরেই চাকরিহারাদের অবস্থানমঞ্চ । সেখান থেকে চোর চোর স্লোগান উঠতে থাকে। বিজেপি নেতা-কর্মীদের নাম করেই চোর স্লোগান উঠতে থাকে। পাল্টা বিজেপির তরফেও একইরকমভাবে তৃণমূলের উদ্দেশে চোর স্লোগান উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক এই অবস্থান মঞ্চের দিকে এগিয়ে যান। পুলিশ তাঁদের বাধা দিলেও কয়েকজন সেখানে প্রবেশ করে ফেলেন। তাঁদের সঙ্গে অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের ধস্তাধস্তি বেধে যায়। ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী এসে মাঝে ব্যারিকেড করে দুই পক্ষকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা রয়েছে।
এর আগে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, তমলুকে জেলাশাসকের দফতরে ঢুকতে বাধা দেওয়া হয় সৌমেন্দুকে। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা বাধে। শিশির অধিকারী-সহ ৫ জনকে ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। তৃণমূল কর্মীরা জেলাশাসকের দফতরে ভিড় করেছে বলে পাল্টা অভিযোগ করে বিজেপি। এই নিয়ে ফের উত্তেজনা ছড়ায়। জেলাশাসকের দফতরের বাইরে জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন দু’দলের কর্মী, সমর্থকরা। পরে তমলুক থানার পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়।