Suvendu Adhikari: 'সংখ্যা বলব না, কিন্তু...' ফল নিয়ে কী বললেন শুভেন্দু?
Exit Poll 2024: ভারতে শেষ হল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। কী বলছে বুথফেরত সমীক্ষা? ফল নিয়ে কী বলছেন শুভেন্দু?
কলকাতা: আজই সন্ধেয় ৬টায় শেষ হয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটগ্রহণ। সপ্তম দফার শেষেই নির্দিষ্ট সময় পরে সামনে এসেছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল (Exit Poll 2024) বা বুথফেরত সমীক্ষার হিসেব। তা নিয়ে পিটিআইকে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাস্তব চিত্র যা বলছে, তাতে এটা একেবারে স্পষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যপূরণ করব। বিজেপি মোটামুটি চারশো আসন পেতে পারে। পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদির পক্ষেই ভোট দেবেন জনগণ। নরেন্দ্র মোদির তৃতীয় সরকারের পক্ষেই ভোট দেবেন জনগণ।'
আসন সংখ্যা নিয়ে প্রশ্ন করায় পিটিআই-কে শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমি কোনও সংখ্যা বলব না। আমি আশা করছি আমরা ভাল ফল করব।'
VIDEO | Lok Sabha Elections 2024: "As per the ground reality, it is crystal clear that under the leadership of PM Modi, we will achieve our goal and the BJP will get around 400 seats," says BJP leader Suvendu Adhikari (@SuvenduWB) on exit polls.#LSPolls2024WithPTI… pic.twitter.com/1EjrFcFWN1
— Press Trust of India (@PTI_News) June 1, 2024
এর আগে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারেও আসন সংখ্যা নিয়ে একই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, আসন সংখ্যা নিয়ে কোনও কথা বলবেন না তিনি। তবে তিনি দাবি করেছিলেন বাংলায় বিজেপি তৃণমূলের থেকে বেশি লোকসভার আসন পাবে।
কী বলছে বুথফেরত সমীক্ষা:
এবিপি সি ভোটারের বুথ (ABP C Voter Exit Poll) ফেরত সমীক্ষা অনুযায়ী, দেশে এনডিএ পেতে পারে ৩৫৩-৩৮৩টি আসন। I.N.D.I.A পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যরা পেতে পারে ৪-১২টি আসন।
বাংলাতেও ভাল ফল করতে পারে বিজেপি। এমনটাই ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। বাংলায় বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১২-১৭টি আসন। বাম-কংগ্রেসের হাতে আসতে পারে ১-৩টি আসন। ভোট শতাংশের নিরিখেও তৃণমূলের থেকে এগিয়ে থাকতে পারে বিজেপি। পদ্মশিবিরের ঝুলিতে থাকতে পারে ৪২.৫ শতাংশ ভোট, তৃণমূলের হাতে আসতে পারে ৪১.৫ শতাংশ। বাম ও কংগ্রেসের হাতে থাকতে পারে ১৩ শতাংশের আশেপাশে ভোট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির