WB Election 2021: কেউ কথা রাখেনি, ভোটের মুখে রাজনৈতিক দলগুলির প্রবেশ নিষেধ গ্রামে! বসল চেকপোস্ট!
বিধানসভা নির্বাচনের আগে আমডাঙা বিধানসভা এলাকার এই গ্রামে এভাবে রাজনৈতিক দলগুলিকে ব্রাত্য করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনও রাজনৈতিক দলই প্রতিশ্রুতি রাখেনি। তার ফলে নানান সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। গ্রামের বেহাল রাস্তায় চাষিরা চাষের জমি থেকে ফসল নিয়ে বাজারে যেতে পারেন না।মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। রাস্তা খানাখন্দে ভরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নির্বাচন আসে, নির্বাচন যায়। কিন্তু গ্রামের বেহাল রাস্তার হাল ফেরে না। তাই আমডাঙার তারাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তপনপুর দক্ষিণ গ্রামের বাসিন্দারা এবারে সিদ্ধান্ত নিয়েছেন, গ্রামের ভেতরে কোন রাজনৈতিক দলকে প্রচার করার জন্য প্রবেশ করতে দেবেন না। তার পাশাপাশি গ্রামের কোন দেওয়ালে রাজনৈতিক দলগুলি কোনওভাবে প্রচার চালাতে পারবেন না। এজন্য গ্রামে ঢোকার মুখে রাস্তায় রীতিমতো চেকপোস্ট তৈরি করা হয়েছে। সেখানে একটা নোটিশ বোর্ড দিয়েছেন গ্রামবাসীরা এবং বোর্ডে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, গ্রামের রাস্তা নেই, তাই রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রবেশ নিষেধ।
বিধানসভা নির্বাচনের আগে আমডাঙা বিধানসভা এলাকার এই গ্রামে এভাবে রাজনৈতিক দলগুলিকে ব্রাত্য করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতি রাখেনি। তার ফলে নানান সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। গ্রামের বেহাল রাস্তায় চাষিরা চাষের জমি থেকে ফসল নিয়ে বাজারে যেতে পারেন না। মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। রাস্তা খানাখন্দে ভরা। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তাই রোজকার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন বাসিন্দারা। কোনও রাজনৈতিক দলকে গ্রামে ঢুকতে দিচ্ছেন না গ্রামবাসীরা।
গ্রামে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে সাদা চুনকাম করা হয়েছে দেওয়ালে দেওয়ালে। কিন্তু সেই দেওয়াল সাদাই রয়েছে। এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক বা প্রার্থীর নাম লিখতে পারেনি। শুধু তাই নয়, কোনও রাজনৈতিক দল প্রচারেও আসতে পারেনি। গ্রামের এক গৃহবধূ টুম্পা অধিকারী জানান যে, গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। প্রত্যেকবার ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দেন রাস্তা ঠিক করে দেওয়ার। কিন্তু তারপর আর রাস্তার হাল ফেরে না। তাই গ্রামবাসীরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামেরই এক বাসিন্দা বাসুদেব প্রামানিক জানিয়েছেন, তাঁরা পালা করে রাস্তার মুখে পাহারা দিচ্ছেন। কোনও রাজনৈতিক দল যাতে গ্রামের ভেতরে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতই এই নজরদাকরি চলছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে তৃণমূল প্রার্থী রহমান জানিয়েছেন, ওই রাস্তার জন্য অনুমোদন হয়ে গেছে। কিন্তু আদর্শ নির্বাচনী আচরণবিধির কারণে রাস্তার কাজ শুরু করা যায়নি। নির্বাচন মিটলে ওখানে রাস্তার কাজ শুরু হবে।
বিজেপি প্রার্থী জয়দেব মান্না জানিয়েছেন, এতদিন ধরে দুবারের বিধায়ক এলাকায় কোন উন্নয়নের কাজ করেননি। তাই তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের বোঝাবেন। তারা যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে গ্রামের রাস্তার হাল ফিরিয়ে দেওয়া হবে।
অপরদিকে আমডাঙা সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সৌরভ মন্ডল জানিয়েছেন, এখানে বিজেপি সাংসদ রয়েছেন, তৃণমূল বিধায়ক রয়েছেন।তাঁরা কিছুই করেননি। আমরা গ্রামবাসীদের বোঝাব।