রামনবমীর পুজোতে ঢাক বাজালেন দেবাংশু, ধর্ম নিয়ে কটাক্ষ বিজেপিকে
তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে লড়াই হচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের।
বিটন চক্রবর্তী, তমলুক: দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার তাম্রলিপ্ত জনসাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রামনবমীর পুজো (Ram Navami 2024)। আজ সকালে লোকসভা ভোটের (Losabha Election 2024) প্রচারে বেরিয়ে এই পুজোতেও যোগ দেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য (TMC Candidate Debangshu Bhattacharya)।
রামের পুজো চলাকালীন মূর্তির সামনে গিয়ে ঢাক বাজাতে শুরু করেন তিনি। পরে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী দেবাংশু বলেন "ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হল পুরুষোত্তম। তাঁর প্রতি যে শ্রদ্ধা ছিল তা গোটা ভারতবর্ষের মতো বাংলাতে আজও অটুট। অটুট তাঁর প্রতি আস্থাও।"
এরপরই আরও তীব্র আক্রমণ জানিয়ে তিনি আরও বলেন,"আমাদের বিদ্রোহ এবং প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না। তাঁকে আমরা যজ্ঞে, হোমে ও ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ। এই রামকে আমরা পুজোর মধ্যে দিয়েই পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদের ভগবান রামই দমন করেন।"
আরও পড়ুন: হাতিয়ার গান, দেগঙ্গায় গিয়ে সন্ত্রাসমুক্ত ভোটের বার্তা রাষ্ট্রপতি পুরস্কারজয়ী বর্ধমানের বাউলের
প্রসঙ্গত উল্লেখ্য, তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে লড়াই হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের। যদিও বিজেপির অভিযোগ, তাদের ভোট কাটার জন্যই সায়ন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে কংগ্রেস ও সিপিএম। উল্টো দিকে বিজেপি ও তৃণমূলের মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলছে তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।