West Bengal Elections 2021: বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম, দাবি মমতার
West Bengal Elections 2021: বেআইনিভাবে টাকা হাত-বদল হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: আজ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২৯১টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা। পাহাড়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল কংগ্রেস। পাহাড়ের তিনটি আসনে বন্ধুরা লড়াই করবে। এবারের ভোটে তৃণমূলের ৫০জন মহিলা প্রার্থী। তফশিলি জাতি ৭৯, উপজাতি প্রার্থী ১৭। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। একসঙ্গে কাজ করা অনেককেই টিকিট দেওয়া যাচ্ছে না। যাঁরা টিকিট পাচ্ছেন না, বিধান পরিষদ তৈরি করে তাঁদের জায়গা দেওয়া হবে। বিধান পরিষদে যাবেন অমিত মিত্র, পূর্ণেন্দু বসু।’
তৃণমূল নেত্রী আরও বলেন, ‘বেআইনিভাবে টাকা হাত-বদল হচ্ছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম।’
এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন মমতা। তিনি জানিয়েছেন, ‘আমি ৯ মার্চ নন্দীগ্রাম যাচ্ছি। ১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন পেশ করব।’