WB Election 2021: আজ চার সভা মমতার, রাজ্যে প্রচারে নাড্ডা ও আদিত্যনাথ
এদিন হুগলি, হাওড়া ও বেহালায় চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির বলাগড়, শ্রীরামপুর, হাওড়ার ডোমজুড় ও বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচার করবেন তৃণমূল নেত্রী।
কলকাতা: রাজ্যে চতুর্থ দফা ভোটের প্রচার আজই শেষ হচ্ছে। আগামী শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় পাঁচ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ করা হবে।
এদিন হুগলি, হাওড়া ও বেহালায় চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির বলাগড়, শ্রীরামপুর, হাওড়ার ডোমজুড় ও বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচার করবেন তৃণমূল নেত্রী।
তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা রয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কোচবিহারের তুফানগঞ্জে। এরপর কলকাতায় ফিরে বজবজ পূজালি থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়ার শিবপুরে রোড শো করবেন জয়া বচ্চন।
এদিন রাজ্যের তিনটি জায়গায় রোড শো করবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। আলিপুরদুয়ার, কোচবিহারের দিনহাটা এবং মেখলিগঞ্জের হলদিবাড়িতে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, হাওড়ার সাঁকরাইলে আজ নির্বাচনী সভা করবেন যোগী আদিত্যনাথ।