WB Election 2021: নিমতাকাণ্ড নিয়ে তামিলনাড়ু থেকে একযোগে বিরোধীদের আক্রমণ মোদির
পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট গ্রহণ চলছে। সেই তালিকায় আছে তামিলনাড়ুও। আজ, মঙ্গলবার তামিলনাড়ুর ধরমপুরমে নির্বাচনী প্রচারে যান নরেন্দ্র মোদি। স্পষ্টতই, পূর্বের রাজ্যের ঘটনা দক্ষিণী রাজ্যের নির্বাচনী প্রচারেও তুলে ধরলেন নরেন্দ্র মোদি। শুধু তৃণমূলই নয়। একইসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন তিনি।
কলকাতা: নিমতাকাণ্ডে নিয়ে এবার তামিলনাড়ুর জনসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গতকাল শোভা মজুমদার নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গে। আমরা দেখলাম কীভাবে তৃণমূলের গুন্ডারা তাঁর উপর আক্রমণ করেন। শুধুমাত্র তাঁর মতাদর্শ ভিন্ন হওয়ার জন্য এই আক্রমণ। গত কয়েকদিন ধরেই এই ঘটনা খবরের শিরোনামে ছিল। এই ঘটনায় কংগ্রেস কি কোনও সহানুভূতি দেখিয়েছে? ডিএমকে এবং বাম কি কোনও শোকজ্ঞাপন করেছে?
পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট গ্রহণ চলছে। সেই তালিকায় আছে তামিলনাড়ুও। আজ, মঙ্গলবার তামিলনাড়ুর ধরমপুরমে নির্বাচনী প্রচারে যান নরেন্দ্র মোদি। স্পষ্টতই, পূর্বের রাজ্যের ঘটনা দক্ষিণী রাজ্যের নির্বাচনী প্রচারেও তুলে ধরলেন নরেন্দ্র মোদি। শুধু তৃণমূলই নয়। একইসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন তিনি। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে এলাকারই বাসিন্দা তথা বিজেপি কর্মী এক যুবককে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর অশীতিপর মা-ও।
রবিবার রাতে নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর ৮০ বছরের মায়ের মৃত্যু হয়। গত, ২৬ ফেব্রুয়ারি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার রাতে নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছুদিন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন। আজ সকালে বাড়িতে যান উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ঘটনার জেরেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা দাবি, বৃদ্ধা অসুস্থ ছিলেন, এর পিছনে রাজনীতি নেই।
গতকাল রাতে নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। এই ঘটনায় ৫ তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন তিনি। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে। যদিও পুলিশি তদন্তে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে বলে সূত্রের খবর। বৃদ্ধা শোভা মজুমদারকে বেসরকারি হাসপাতাল থেকে কেন তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হল? সত্কারের পর কেন দায়ের করা হল খুনের অভিযোগ? পুলিশি তদন্তে এ সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।