WB Election 2021: টিটাগড়ে দফায় দফায় বোমাবাজি, আহত ৩ বিজেপি সমর্থক, ক্যাম্প অফিস 'ভাঙচুর', অভিযুক্ত তৃণমূল
এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি
উত্তর ২৪ পরগনা: টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে আহত ৩ জন বিজেপি সমর্থক।
তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগ। এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
এর আগে এদিন জেলার আমডাঙায় রংমহলে বুথের কিছুটা দূরে বোমা উদ্ধার হয়। বুথ থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় ৩টি তাজা বোমা। বোমবাজির পরেই ওই এলাকায় আইএসএফ ক্যাম্প অফিসে ভাঙচুর চলে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ।
খড়দার বন্দিপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটে বিজেপি কর্মীর। অভিযোগ, তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির পাল্টা দাবি, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় তাদের উপরেই হামলা চালানো হয়।
ভোট শুরু হতে না হতেই বীজপুরে অশান্তি। সকালে বুথে এজেন্ট বসাতে যাওয়ায় কাঁচরাপাড়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে মার, ফাটে মাথা। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পাইখেলপাড়ায় বিজেপি সমর্থককে মার, ফাটে মাথা। ভোট দিতে যাওয়ার পথে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোট শুরু হওয়ার অনেক আগে থেকেই উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে অশান্তি। প্রসঙ্গত, গতকাল রাত থেকেই জেলায় শুরু হয়েছে বোমাবাজি।
গতকাল মাঝরাতে রাতে আমডাঙায় সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। প্রায় ১০-১২টি বোমা ফাটে। আইএসএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ উড়িয়ে পাল্টা আইএসএফকেই দায়ী করেছেন আমডাঙার তৃণমূল প্রার্থী রফিকুল ইসলাম।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার সবকটি কেন্দ্রই স্পর্শকাতর। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট করানো নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ্জ।
গতকালের শীলভদ্র দত্তের বাড়িতে বোমাবাজির ঘটনা আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে রহড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বন্দিপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ প্রসেনজিৎ সাহা কে গ্রেফতার করা হয়েছে।