WB election 2021: ফের বিজেপিতে যোগ, তালিকায় আরএসপি, তৃণমূল কর্মীরা
আরএসপির চারবারের কাউন্সিলর সহ তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।
![WB election 2021: ফের বিজেপিতে যোগ, তালিকায় আরএসপি, তৃণমূল কর্মীরা WB Election 2021: Various political leaders joined BJP today in Balurghat WB election 2021: ফের বিজেপিতে যোগ, তালিকায় আরএসপি, তৃণমূল কর্মীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/2f07a58bb2f5b0cc8d24ade6fa33c66f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুন্না অগ্রবাল, বালুরঘাট: বালুরঘাটে আরএসপির চারবারের কাউন্সিলর সহ তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান বলে দাবি দলত্যাগীদের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ।
আর এক সপ্তাহও নেই বিধানসভার ভোটগ্রহণ শুরু হতে। তার আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ছাত্র পরিষদে ভাঙন। তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রায় ৫০ জন কর্মী সমর্থক। পাশাপাশি আরএসপি ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর পিনাকী বসু। রবিবার বালুরঘাটে জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন, সাংসদ সুকান্ত মজুমদার।
প্রধানমন্ত্রী মোদিজীর উন্নয়নে এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছেন বহু মানুষ। মন্তব্য, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। এদিন আর এসপি এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে ৫০ জন বিজেপিতে যোগদান করেন বলে তিনি জানিয়েছেন। সুকান্ত মজুমদারের কথায়, প্রধানমন্ত্রী মোদিজীর উন্নয়নে এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছেন বহু মানুষ। এদিন আরএসপি এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে ৫০ জন বিজেপিতে যোগদান করেন। তাদের নির্বাচনের কাজে লাগানো হবে।নির্বাচনের আগে এই যোগদানের ফলে বিজেপির ফল আরো ভালো হবে বলে তিনি আশাবাদী।
মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগদান বলে দাবি আরএসপি ত্যাগী নেতার। বালুরঘাটের আরএসপি ত্যাগী বিজেপি নেতা পিনাকী বসু বলেন, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মানুষের কাজ করতে বিজেপিতে যোগ দিয়েছি। এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অমরনাথ ঘোষ বলেন, যারা গেছে ছাত্র পরিষদের কেউ না। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভায় ভোট সপ্তম দফা অর্থাৎ ২৬ এপ্রিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)