WB Election 2021: ভোট আসে-যায়, রাস্তা সেই বেহাল, ক্ষুব্ধ বাঁকুড়ার এই গ্রামের বাসিন্দারা
গত কয়েকটি ভোটের আগে এমনই অনেক প্রতিশ্রুতি পেয়েছিল বাঁকুড়ার তিলাবেদ্যা গ্রাম। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ প্রতিশ্রুতি পেলেও কোনও কাজ হয়নি। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক সংযোগকারী গ্রামের একমাত্র রাস্তা, বছরের পর বছর এভাবেই পড়ে রয়েছে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গ্রামের রাস্তা বেহাল। প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। ভুক্তভোগী এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বারই ভোটের সময় রাস্তার মেরামতির প্রতিশ্রুতি মেলে। অথচ তা বাস্তবায়িত হয় না। আর এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শাসক দলের আশ্বাস, ভোট মিটলেই কাজ হবে।
ভোটের বাজারে এখন সব রাজনৈতিক দলের মুখেই প্রতিশ্রুতির ফোয়ারা। গত কয়েকটি ভোটের আগে এমনই অনেক প্রতিশ্রুতি পেয়েছিল বাঁকুড়ার তিলাবেদ্যা গ্রাম। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ প্রতিশ্রুতি পেলেও কোনও কাজ হয়নি। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক সংযোগকারী গ্রামের একমাত্র রাস্তা, বছরের পর বছর এভাবেই পড়ে রয়েছে। মোরাম উঠে গিয়ে বেরিয়ে পড়েছে পাথর। খানা খন্দে ভরা রাস্তা। রাস্তার জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বার ভোট এলেই রাস্তা সারাইয়ের ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি মেলে, অথচ ভোট ফুরোলেই হাওয়ায় মিলিয়ে যায় নেতাদের কথা।
আরও পড়ুন: WB Election 2021: ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা সংযুক্ত মোর্চার
এবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইয়ে নেমেছেন টালিগঞ্জের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে তিলাবেদ্যাতে প্রচারেও এসেছেন তিনি। কিন্তু গ্রামবাসীদের আক্ষেপ, প্রার্থীকে কাছে পেয়েও, ভিড়ের জেরে মনের কথা বলতে পারেননি তাঁরা। ভোটের মুখে এলাকাবাসীর ক্ষোভকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী নীলাদ্রি দানা ৷ তিনি বলেন, ‘‘উন্নয়ন খাতে বরাদ্দ টাকার দুর্নীতি করেছে, বাঁকুড়ার কাওকেই প্রার্থী পায়নি ৷’’ বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল জানান, ‘‘টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নির্বাচনের কারণে কাজ আটকে আছে। ভোট শেষে কাজ শুরু হবে ৷’’এবার ভোটের পরে কি পূরণ হবে দাবি? সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।