(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election, 8th Phase Voting:শেষ তথা অষ্টম দফায় ৩৫ আসনে ভোট: নজরকাড়া কেন্দ্র ও প্রার্থী
এক নজরে দেখে নেওয়া যাক-কোন জেলার কোন আসনে ভোট।
কলকাতা: আগামী বৃহস্পতিবার রাজ্যে বিধানসভার চূড়ান্ত তথা অষ্টম দফার নির্বাচনে চার জেলার ৩৫ আসনে ভোট। এক নজরে দেখে নেওয়া যাক-কোন জেলার কোন আসনে ভোট।
মালদা জেলার ৬ টি আসন
মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর
মুর্শিদাবাদের ১১ আসন
খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি
কলকাতার ৭ আসন
চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া
বীরভূমের ১১ আসন
দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই
শেষ দফায় বেশ কয়েকজন হেভিওয়েট ও নজরকাড়া প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে। চৌরঙ্গী আসনে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। এন্টালি আসনে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। আসন ধরে রাখার লড়াই তাঁর।
বেলেঘাটায় তৃণমূলের বিদায়ী বিধায়ক পরেশ পালের লড়াই বিজেপির কাশীনাথ বিশ্বাসের সঙ্গে। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী রাজীব বিশ্বাস।
জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। তাঁর সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর।শ্যামপুকুরে ভাগ্য নির্ধারন হবে তৃণমূলের বিদায়ী বিধায়ক শশী পাঁজার।
মানিকতলায় এবারের লড়াই তৃণমূলের হেভিওয়েট তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে বিজেপি প্রার্থী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী রূপা বাগচি।
কাশীপুর-বেলগাছিয়া আসনে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শিবাজী সিংহরায়। এই আসনে সিপিএম প্রার্থী প্রতীপ দাশগুপ্ত।
বোলপুরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
নানুরে আসন ধরে রাখার লড়াই সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের।
ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী বীরভূমে দলের প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের অভিজিৎ রায়।
ডোমকলে নজর থাকবে সিপিএম প্রার্থী তথা গত নয়বারের বিধায়ক আনিসুর রহমানের দিকে।
উল্লেখ্য, এবার রাজ্যে আট দফার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। ভোট গণনা ২ মে।