WB Election 2021 Voting: মানিকতলায় ফের বিক্ষোভের মুখে কল্যাণ চৌবে, হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ বিজেপি প্রার্থীর
মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। কল্যাণ চৌবেকে ধাক্কা, হাতাহাতি,ধস্তাধস্তির অভিযোগ।
কলকাতা: মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। কল্যাণ চৌবেকে ধাক্কা, হাতাহাতি,ধস্তাধস্তির অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের দাবি, গোলমাল পাকাতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন।
ঘটনাস্থলে চেয়ার টেনে বসে পড়েন বিজেপি প্রার্থী। একালায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা।
ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তাঁর অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে।
এরপর মানিকতলায় ফের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ১৬৭ নম্বর বুথে কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। কল্যাণ চৌবে ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ তৃণমূলের। কল্যাণ চৌবের গুরুতর অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রাণহানির আশঙ্কা করছেন।