Battala Area Bombing: মহিলাকে মারধর, রাতভর বোমাবাজির অভিযোগ খেজুরিতে
প্রথম দফা নির্বাচনের শুরুতেই দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষের অভিযোগ বিভিন্ন জায়গায়।

আবীর দত্ত, খেজুরি: খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। খেজুরির বিজেপি প্রার্থী এনিয়ে আজ সকালেও বোমাবাজি হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
প্রথম দফা নির্বাচনের শুরুতেই দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষের অভিযোগ বিভিন্ন জায়গায়। ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ।
এগরায় বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির তরফে বহিরাগতদের এনে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এনিয়ে রাত থেকেই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যাদিকে কাঁথি দক্ষিণ বিধানসভার সিরিয়া এলাকায় বিজেপি কর্মীদের মারধর, হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হন ২ বিজেপি কর্মী। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান এক তৃণমূল কর্মী। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।
শালবনির বিভিন্ন বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের। সুশান্ত ঘোষের অভিযোগ শালবনির আঁধার নয়ন প্রাথমিক স্কুলের ১৭৯ ও ১৮১ নম্ সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে বাম প্রার্থীর।
দিকে দিকে উত্তেজনার জেরে পশ্চিম মেদিনীপুরের রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।





















