![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Elections 2021: রাজনীতির ময়দান থেকে এবার বিয়ে বাড়িতে ‘খেলা হবে’
রাজনীতির ময়দানে ভাইরাল হওয়া স্লোগান " খেলা হবে "। ২১-এর নির্বাচনের আগে ছোট থেকে বড় সব রাজনৈতিক সভামঞ্চেই শোনা যাচ্ছে এই স্লোগান। এই খেলা হবে স্লোগানকে হাতিয়ার করে লড়াইয়ে নেমেছে সব পক্ষ।
![WB Elections 2021: রাজনীতির ময়দান থেকে এবার বিয়ে বাড়িতে ‘খেলা হবে’ WB Elections 2021: From the field of politics, now khela hobe song played in a wedding event WB Elections 2021: রাজনীতির ময়দান থেকে এবার বিয়ে বাড়িতে ‘খেলা হবে’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/07/40898c285df805f41d8546de08825ea8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রাজনীতির আঙিনার পর এবার বিয়ে বাড়িতেও পৌঁছে গেল ‘খেলা হবে’। বিয়ে বাড়ির শোভাযাত্রার নাচে জায়গা করে নিল ‘খেলা হবে’ স্লোগান। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি বিয়ের বরকনে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় ডিজে-তে বাজল ‘খেলা হবে’ স্লোগান। আর তার সঙ্গে চলল উদ্দাম নাচ। গান ও গানের তালে যুবক যুবতীদের নাচ এখন রায়গঞ্জ শহরে ভাইরাল। যদিও বর বা কনে পক্ষের মতে এটা নিছকই একটা আনন্দের নাচাগানার গান হিসেবে বাজিয়েই আনন্দ উৎসবে মেতে উঠেছেন তারা।
রাজনীতির ময়দানে ভাইরাল হওয়া স্লোগান ‘খেলা হবে’। ২১-এর নির্বাচনের আগে ছোট থেকে বড় সব রাজনৈতিক সভামঞ্চেই শোনা যাচ্ছে এই স্লোগান। এই খেলা হবে স্লোগানকে হাতিয়ার করে লড়াইয়ে নেমেছে সব পক্ষ। শুধু রাজনৈতিক সভা বা মিছিল সভা থেকে সরস্বতী পুজোর ভাসান কিংবা নানা অনুষ্ঠানে শোনা গেছে রাজনীতির গান ‘খেলা হবে’।
কিন্তু এবার বিয়ে বাড়ির জমজমাট শোভাযাত্রায় ভাইরাল হল এই স্লোগান। এমনই দৃশ্যের সাক্ষী হয়ে রইল রায়গঞ্জবাসী। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি বিয়ের বরকনে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় ডিজে বাজাল ‘খেলা হবে’ গান। আর সেই খেলা হবে গানের সঙ্গে বরযাত্রীর চলল উদ্দাম নাচ। পাত্রের ভাই সঞ্জু পাশমান জানালেন, এটা কোনও রাজনৈতিক দলের স্লোগান বা গান হতে পারে, কিন্তু আমরা এটাকে আনন্দ করে গান হিসেবেই দেখছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই গানের মাধ্যমে নিছকই আনন্দ ও মজা করতেই এই ‘খেলা হবে’ গান বাজানো হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)