WB Election 2021: মাছেভাতে বাঙালি, এগরায় বিনামূল্যে খাবার বিলি বিজেপির
মেনুতে ভাত-ডাল-সবজি-মাছের ঝোল আর চাটনি। উদ্যোক্তা এগরার স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘাসফুল বনাম পদ্মফুল ৷ ডিম ভাত বনাম মাছ ভাত ৷ বাংলায় ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল-বিজেপি দু’পক্ষই। ১৫ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে ৫ টাকায় ডিম, ভাত-সহ ডাল তরকারি খাবারের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের এগরায় এবার মোবাইল ভ্যানেও শুরু হল বিজেপির ‘মাছেভাতে বাঙালি কর্মসূচি’। গাড়ির ওপরে নরেন্দ্র মোদির ছবি। সঙ্গে বিজেপির প্রতীক। আর এই গাড়ি থেকে পথচলতি মানুষকে একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে খাবার।
মেনুতে ভাত-ডাল-সবজি-মাছের ঝোল আর চাটনি। উদ্যোক্তা এগরার স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘাসফুল বনাম পদ্মফুল ৷ ডিম ভাত বনাম মাছ ভাত ৷ বাংলায় ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল-বিজেপি দু’পক্ষই। ১৫ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে ৫ টাকায় ডিম, ভাত-সহ ডাল তরকারি খাবারের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই পাল্টা হিসেবে ২২ ফেব্রুয়ারি এগরায় ‘মাছেভাতে বাঙালি’ কর্মসূচি শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রথমে নির্দিষ্ট একটি জায়গায় মানুষকে খাওয়ানো হলেও, সোমবার থেকে একেবারে মোবাইল ভ্যানে করে খাবার বিলি শুরু করল গেরুয়া শিবির। আর এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা এগরার বিজেপি নেতা তথা স্থানীয় ব্যবসায়ী বিদেশ পাত্র।
স্থানীয় বিজেপি সূত্রে খবর, এগরা আসনে দলের প্রার্থী হওয়ার দৌড়েও রয়েছেন তিনি। এগরার বিজেপি নেতা বিদেশ পাত্র জানান, ‘‘মানুষের কাছে খাবারের চাহিদা রয়েছে। তাঁদের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করছি। এতে কোনও রাজনীতি নেই। মূলত এই কারণেই মোবাইল ভ্যান করেছি যাতে সকলের কাছে খাবার পৌঁছে দেওয়া যায়।’’
পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর মামুদ হোসেন জানান, ‘‘লকডাউন ও নোটবন্দি করে প্রচুর টাকা নিজেরা কামিয়েছে। সেইসব টাকা থেকে খরচ করে মাছ ভাত খাওয়াচ্ছে। এসব করে মানুষের মন জেতা যায় না।’’ ২৭ মার্চ প্রথম দফাতেই এগরা বিধানসভা কেন্দ্রে নির্বাচন। সেখানে কে বাজিমাত করবে? তৃণমূলের ডিম না বিজেপির মাছ? জানা যাবে ২ মে, ফল প্রকাশের দিন।