WB Election 2021: নদিয়ার গয়েশপুরে দিনভর অশান্তি ! বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
অশান্তির সূত্রপাত শুক্রবার রাত থেকেই ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ছিল নদিয়ার গয়েশপুর ৷ শনিবার সকালে ভোট শুরু হওয়ার পরে সেই অশান্তির পরিমাণ আরও বাড়ে ৷
গয়েশপুর: বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। দরজা ভেঙে বাড়িতে তাণ্ডব। কাঠগড়ায় তৃণমূল। নদিয়ার গয়েশপুরে এইভাবেই দিনভর চলল অশান্তি। পরপর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ।
অশান্তির সূত্রপাত শুক্রবার রাত থেকেই ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ছিল নদিয়ার গয়েশপুর ৷ শনিবার সকালে ভোট শুরু হওয়ার পরে সেই অশান্তির পরিমাণ আরও বাড়ে ৷ বুথে ভোটারদের মারধর করার অভিযোগ ওঠে ৷ কোথাও কোনও বুথ লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ বোমার ঘায়ে গুরুতর জখম হন এক বিজেপি কর্মী ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এলাকায় উত্তেজনা থামাতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী ৷
গয়েশপুরের বকুলতলায় সকাল থেকেই দফায় দফায় বোমাবাজি চলে বলে অভিযোগ ৷ স্থানীয় বিজেপি কর্মীদের আরও অভিযোগ, বুথে ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল তৃণমূলকর্মীরা ৷ বেলা যত গড়ায়, অশান্তিও ততটাই বাড়ে ৷ দুপুরে ভোট দিয়ে ফেরার সময়ে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ ৷
পঞ্চম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি নদিয়া জেলায়। কল্যাণী বিধানসভার গয়েশপুরের ২৭০ নম্বর বুথে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ভোট দিতে এসে বোমার আঘাতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁকে কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোট দিয়ে ফেরার পথে হামলা হয়েছিল বলে অভিযোগ।
এদিকে ভোটের দিন নদিয়ার শান্তিপুরেও অশান্তি হয় ৷ চলে ‘গুলি’। গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল সমর্থক শক্তিনগর হাসপাতালে ভর্তি। প্রথমে বোমাবাজি ও পরে গুলি চালানোর অভিযোগ। যদিও এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দায় এড়িয়েছে গেরুয়া শিবির। রাজপুর পাড়ার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারী শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরের দিকে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা বোমাবাজি করে ৷