WB Election 2021: শান্তিপুরে বিজেপির ডাকা ১২-ঘণ্টার বনধ মিটল নির্বিঘ্নেই
বিজেপি কর্মী সহ ২ জনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে বনধ ডেকেছিল গেরুয়া শিবির
সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার শান্তিপুরে এক বিজেপি কর্মী সহ ২ জনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি।
আজ বনধ মোটের ওপর নির্বিঘ্নেই মিটেছে। এরইমধ্যে ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ভোটের মুখে বনধ। নদিয়ার শান্তিপুরে এক বিজেপি কর্মী ও তাঁর বন্ধুকে খুনের অভিযোগে শুক্রবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি।
এদিন সকাল থেকেই শান্তিপুর বিধানসভা এলাকায় বনধের প্রভাব চোখে পড়ে। দোকানপাট ছিল বন্ধ। রাস্তার গাড়িঘোড়াও অনেক কম। এদিন বিজেপির তরফে শান্তিপুর শহরে মিছিলও করা হয়।
শান্তিপুর শহরের বিজেপি সভাপতি বিপ্লহ কর বলেন, ‘‘দোষিদের শাস্তির দাবিতে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। শান্তিপুরের মানুষ খুনের রাজনীতি পছন্দ করে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছে।’’
যাঁর মৃত্যুর প্রতিবাদে বিজেপি বনধ ডেকেছে, সেই প্রতাপ বর্মণ ও তাঁর বন্ধু দীপঙ্কর বিশ্বাসের ক্ষতবিক্ষত মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার হয় নৃসিংহপুর মেথিডাঙা এলাকায় এক কলাবাগানের ভিতরে।
মৃত বিজেপি কর্মী প্রতাপ বর্মনের পরিবারের দাবি, বুধবার বিকেলে মোটরবাইক নিয়ে বের হন প্রতাপ ও তাঁর বন্ধু দীপঙ্কর বিশ্বাস। রাতে বাড়ি না ফেরায় ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে নৃসিংহপুর মেথিডাঙা এলাকায় কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহ। জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায় শান্তিপুর এলাকায়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হয়।
অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। শান্তিপুর থানার পুলিশ ঘটনার সূত্রে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে সূত্রের খবর।