(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 Voting: বীরভূম থেকে মুর্শিদাবাদ, ভোটের আগে জেলা পুলিশে রদবদল কমিশনের
বদলি ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেসেন্সের ইন্সপেক্টরও
বীরভূম: ভোটের আগে জেলা পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। বীরভূমের দুই ওসিকে সরাল কমিশন। অপসারিত নলহাটির ওসি শেখ মহম্মদ ও দুবরাজপুরের ওসি দেবব্রত সিন্হা।
নলহাটির নতুন ওসি হলেন রঞ্জিত বাউরি এবং দুবরাজপুরের নতুন ওসি হলেন প্রসেনজিৎ দত্ত। জয়দেব আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত বাউড়ির জায়গায় এলেন বিপ্লব দত্ত।
বদল করা হল বোলপুরের এসডিপিও-কে। বর্তমান এসডিপিও শুভেন্দ্র কুমার করোনা আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় এলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়।
সরানো হল মুর্শিদাবাদ থানার আইসি অতীশ দাসকে। তাঁর জায়গায় এলেন কৃষ্ণনগর পুলিশ জেলার সার্কেল ইন্সপেক্টর নীহাররঞ্জন রায়।
মুর্শিদাবাদ থানার আইসি-কে পাঠানো হল কলকাতার ভবানী ভবনের পুলিশ ডিরেক্টরেটে।
এছাড়াও, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেসেন্সের ইন্সপেক্টর অফ পুলিশ শান্তনু সিন্হা বিশ্বাসকে বদলি করা হল জলপাইগুড়ি রেঞ্জের ক্রাইম ইন্সপেক্টর পদে।
এদিকে, ভোটের আগে নানুরের কাফেরপুর গ্রামে পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ। ভেঙে গুঁড়িয়ে যায় শৌচাগারটি। টিনের ছাউনি উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি বাড়ি। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত শৌচাগারে মজুত বোমা ফেটেই বিস্ফোরণ।
কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-
মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া।
মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে।
আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।
দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।
এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।