WB Election 2021 LIVE Updates: হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী মমতা
প্লাস্টার কেটে দেখা গিয়েছে মমতার ব্যথা-ফোলা অনেকটাই কম, বাড়ি ফিরতে চেয়ে চিকিৎসকদের কাছে ইচ্ছেপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Background
কলকাতা: আজ মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার আগে, শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে দিলেন পুজো।
মনোয়ননের সময় থাকবেন স্মৃতি ইরানি-ধর্মেন্দ্র প্রদান।
বুধবার নন্দীগ্রামের সাতটি মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামের সাতটি মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরস্পরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে দু’দল।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, সহানুভূতি আদায় করে বাংলার মানুষকে খরিদ করার চেষ্টা।খাদ্যমন্ত্রী ও হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি আঘাত করেছে প্রত্যাঘাত হবে।দিলীপ ঘোষের দাবি, সহানুভূতি আদায়ে এসব নাটক হচ্ছে।
নন্দীগ্রামে প্রচারে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়!ষড়যন্ত্র না দুর্ঘটনা, যন্ত্রণা না নাটক? এ নিয়ে তৃণমূলের সঙ্গে বিরোধীদের জোর বাগযুদ্ধের মধ্যেই নন্দীগ্রামে প্রার্থীদের টেম্পল রান অব্যাহত।বুধবার চোট পাওয়ার আগে, নন্দীগ্রামের সাতটি মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরতি করেন...রানিচকে হরিনাম সঙ্কীর্তনের অনুষ্ঠানে যোগ দেন।
এরইমধ্যে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে শুক্রবার, হলদিয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী।তার আগে বৃহস্পতিবার, তিনিও নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজো দিলেন।সোনাচূড়ার শিব মন্দির থেকে রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন শুভেন্দু!কোথাও করলেন কীর্তন...কোথাও খোল বাজালেন।কোথাও পুজো দিলেন! বললেন,এটা ধর্মযুদ্ধ ভুলে যাবেন না।
এই প্রেক্ষাপটে, ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করেছে বাম-কংগ্রেস জোট।
এদিকে, হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত শনি ও রবিবারের জেলা সফরের কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। এসএসকেএম থেকে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানিয়েছেন, তাঁকে হয়তো হুইলচেয়ারে প্রচার করতে হবে। যদিও, বিরোধীদের গলায় এনিয়ে কটাক্ষের সুর।
WB Election 2021 LIVE: হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী মমতা
হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন। মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাড়ি ফিরে ওঁকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়ম মেনে উনি চলাফেরা করতে পারবেন।
WB Election 2021 LIVE: আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন মুখ্যমন্ত্রী
আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি। এখনও এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম ফিরহাদ হাকিম, মেধা পাটকর।





















