West Bengal Lok Sabha Election Result 2024 : স্ট্রংরুমে নিশ্ছিদ্র নিরাপত্তা, গণনাকেন্দ্রে ঢুকবেন কারা? মানতে হবে কী নিয়ম?
Lok Sabha Election Result 2024 : পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এ
কলকাতা : কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত কার দিকে? ৪২ আসনে কীভাবে ভাগ হবে জনমত ? সবার নজর ভোটগণনায়। গণনাকেন্দ্র থেকে সকাল ৮ টায় গণনা শুরু হবে। তার আগে নিরাপত্তা আঁটোসাঁটো স্ট্রং রুম ঘিরে। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। রাজ্যের ৪২টি লোকসভা আসন। ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র আছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮।
মঙ্গলবার গণনা কেন্দ্রের জন্য রয়েছে কড়া কিছু নিয়ম
-
মোবাইল নয়, শুধুমাত্র পেন, পেনসিল এবং খাতা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার।
-
গণনার মাঝপথে কাউন্টিং এজেন্ট পরিবর্তন করা যাবে না।
-
গণনাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে। মাঝপথে বেরিয়ে যাওয়া যাবে না।
-
প্রার্থীদের কাউন্টিং এজেন্টরাও গণনাকেন্দ্র থেকে ঢোকা-বেরনো করতে পারবেন না।
-
গণনাকেন্দ্রে বিদ্যুৎ সংযোগে অসুবিধা সৃষ্টি হবে না।
কোথায় কয় রাউন্ডে জানা যাবে ফল ?- কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ডে ভোট গণনা হবে ।
- দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে।
- কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে।
- ডায়মন্ড হারবারে ৪টি
- দার্জিলিঙে ৩টি
- রায়গঞ্জে ২টি
- অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে।
EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।
আরও পড়ুন :রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট