West Bengal News Live : চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি: শুভেন্দু
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
কলকাতা : সাতসকালে বড়বাজারে নাখোদা মসজিদের সামনে আগুন। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক। বহুতল থেকে তড়িঘড়ি বার করা হল বাসিন্দাদের। আগুনে নেভাতে লড়াই দমকলের ১০ ইঞ্জিনের। বেআইনি প্লাস্টিকের গুদামে আগুন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক। বেআইনি গুদাম চলছিল কার অনুমতিতে, উঠছে প্রশ্ন। বেআইনি নির্মাণ রয়েছে, আগের কাউন্সিলর দায়ী, বললেন বর্তমান কাউন্সিলর।
অন্যদিকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য, এসএসসি, পর্ষদ। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী থেকে বিচারব্যবস্থা।মমতা বললেন, প্রধানমন্ত্রী মানুষের চাকরি খান, আদালতকেও নিয়ন্ত্রণ করে নিয়েছে। পাল্টা নিশানা শুভেন্দুর। বললেন, ৫৪০০ অযোগ্যকে বাঁচানোর জন্য ২০ হাজার যোগ্য লোককে বলি দিয়েছে।
এদিকে, সন্দেশখালিতে তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে অস্ত্রভাণ্ডার, খোঁজ নেই বাড়ির মালিকের। ফাঁসানো হয়েছে, দাবি আবু তালেবের স্ত্রীর। শেখ শাহজাহান-আবু তালেব যোগ, পাল্টা নিরাপদ সর্দার।
আরও পড়ুন:
বড়বাজারে নাখোদা মসজিদের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
WB News Live: চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি: শুভেন্দু
'চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিয়েছেন মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই এটার জন্য একমাত্র দায়ী', এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী।
West Bengal News Live: বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুর্গাপুরে বোমাবাজির অভিযোগ তুললেন বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। উনি অত বড় মাপের নেতা নন, যে দল ছেড়েছেন বলে হামলা করতে হবে। অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করল তৃণমূল।
WB News Live: আনন্দপুরকাণ্ডের জল গড়াল নির্বাচন কমিশনে
আনন্দপুরকাণ্ডের জল গড়াল নির্বাচন কমিশনে। বিজেপি নেত্রীকে মারধরের ঘটনায় কমিশনে নালিশ বিজেপির। আনন্দপুর থানার ওসিকে সরানোর দাবি বিজেপির। ধৃত ২ জনের জামিন মঞ্জুর, এখনও অধরা ৩ অভিযুক্ত। আহত নেত্রীকে দেখতে হাসপাতালে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি।
Sandeshkhali Incident: সুপ্রিম কোর্টেও রাজ্যের অস্বস্তি, সন্দেশখালিকাণ্ডে সিবিআই বহাল
সুপ্রিম কোর্টেও রাজ্যের অস্বস্তি, সন্দেশখালিকাণ্ডে সিবিআই বহাল। কেন বিশেষ কয়েকজনের স্বার্থরক্ষা? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। '৩ মাসের জন্য শুনানি পিছোলেও সিবিআই তদন্ত চলবে, মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না', সুপ্রিম কোর্ট।
'রাজ্য সরকার কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে?' রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে জানতে চাইল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত তথ্য পেশের জন্য ২ সপ্তাহ সময় চাইল রাজ্য।
Lok Sabha Election 2024: মাটিগাড়ায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিজেপির
দার্জিলিঙে লোকসভা ভোট মেটার পরই এই কেন্দ্রের অন্তর্গত মাটিগাড়ায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিজেপির। বিজেপির বুথ সভাপতি সহ ১০ জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর জেরে, সোমবার মাটিগাড়ায় বিজেপির ডাকে চলল ১২ ঘণ্টার বনধ।