Panchayat Election: ব্যালট বক্স নিয়ে বিক্ষোভ, ধর্নায় খোদ বিজেপি বিধায়ক
West Bengal News LIVE Updates: জেলা থেকে শহরের সব খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন...

Background
কলকাতা: আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কিন্তু তারপরেও কী করে এত সন্ত্রাস? ভোট সন্ত্রাস যেখানে যেখানে হল, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? তাদের কি সঠিকভাবে আদৌ ব্যবহার করা হয়েছে? প্রশ্ন তুলছে বিরোধীরা।
ব্যালটের উৎসবে দাপট দেখা গেল বুলেটের!! কোথাও আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, কোথাও চলল দেদার গুলি। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভোটারের। নির্দল প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি, গুলিবিদ্ধ হয়েছেন এক ভোটারও। ভাঙড়ে গুলিবিদ্ধ দুই আইএসএফ কর্মী।
ভোটে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। কালীঘাটে গিয়ে ইট খোলার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। কালীঘাট চলো আহ্বান বিরোধী দলনেতার। ৩৫৬ ধারা জারি করে ভোট করানোর দাবি শুভেন্দু অধিকারীর।
পঞ্চায়েত ভোট ঘিরে সেই ধরা পড়ল বোমাবাজির দাপট। কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায় বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূল, বিজেপি ও কংগ্রেস কর্মীর। উত্তর ২৪ পরগনার আমডাঙায়, বুথের মধ্যেই টেবিলে বোমা রেখে ভয় দেখানোর অভিযোগ উঠল।





















