West Bengal Panchayat Election : ফের পঞ্চায়েত ভোট, কোথায় কোথায় জেনে নিন
West Bengal Panchayat Election Update : এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।
রুমা পাল, কলকাতা : হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কোথায় কোথায় ফের ভোট
বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের ওই ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ফলে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে ওই ১৫টি বুথে ফের নির্বাচন হবে। এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।
শনিবার পঞ্চায়েত ভোটগণনার দিন ধুন্ধুমার বেঁধে যায় হাওড়ার সাঁকরাইলের বুথে। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। দেখা যায়, গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা। পুলিশ লাঠি চার্জ করেও আটকাতে পারছিল না।
প্রেক্ষাপট
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে দিক দিক থেকে এসেছে বিশৃঙ্খলার অভিযোগ। ৬৯৬টি বুথে পুনর্নিবাচনও হয় সোমবার। মঙ্গলবার থেকে শুরু হয় ভোটগণনা। ভোটগ্রহণ থেকে ভোটগণনা নানা অপ্রীতিকর ঘটনাই উঠে আসে শিরোনামে। সেই ব্যালট পেপারে কালি ঢেলে দেওয়া, সেই মারামারি, সেই ব্যালট পেপার নিয়ে দৌড় -- গণনার দিনও জেলায়-জেলায় বিক্ষিপ্ত অশান্তি হয়। ভোটের ফলে অবশ্যই বড়সড় ব্যবধানে গ্রাম বাংলার রাশ নিজের হাতে রাখে তৃণমূল কংগ্রেস। অনেক পিছিয়ে যায় বিরোধীরা
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, নিজেদের গড়েই ধাক্কা খায় বিজেপি। বরং তুলনায় ভাল ফল করে কংগ্রেস এবং বামেরা। কিন্তু ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি কয়েকটি বুথে। সেই জায়গাগুলিতেও ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
শনিবার যে ৬৯৬ টি বুথে ফের ভোট হয়, সেখানেও কোথাও কোথাও ছিল ভয়ের ছবি । কোথাও আতঙ্কে কাঁদেন বিরোধী দলের প্রার্থী। কোথাও আতঙ্কে ঘরছাড়া হন। কোথাও ধরা পড়ে একগাড়ি বহিরাগত! কোথাও ধরা পড়ে ভুয়ো ভোটার! জায়গায় জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে! এদিন বিভিন্ন জায়গায় পুলিশকেও দেখা যায় সক্রিয় ভূমিকায়! যে ছবিটা দেখা যায়নি ভোটের দিন! ফের যে ১৫ টি বুথে ভোটগ্রহণ হবে, সেখানে কি বজায় থাকবে শান্তি ? উত্তর দেবে সময়।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন