এক্সপ্লোর
বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, স্বস্তি সলমনের

নয়াদিল্লি: একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্যের অভিযোগের মামলায় স্বস্তি সলমনের। বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলা সংক্রান্ত মামলার প্রক্রিয়া ও তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। টাইগার জিন্দা হ্যায় ছবির প্রচারের সময় সলমন ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এই মামলায় সলমনের পক্ষে সওয়ালকারী প্রবীণ অ্যাডভোকেট এনকে কউলের আর্জির ভিত্তি স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে গঠিত একটি বেঞ্চ। কউল বলেন, অভিনেতার বিরুদ্ধে দিল্লি, গুজরাত, রাজস্থান ও মুম্বইয়ে কিছু মামলা দায়ের হয়েছে। বেঞ্চ ওই মামলাগুলি সম্পর্কে বিশদে জানাতে বলে এবং ওই মামলাগুলি সংক্রান্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















