![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aamir Khan Upcoming Film: খ্রিস্টমাসেই মুক্তি পাচ্ছে আমির খানের নতুন ছবি! তুঙ্গে ভক্তদের উন্মাদনা
Aamir Khan: আমির খানের নতুন ছবি নিয়ে কী জানা যাচ্ছে?
![Aamir Khan Upcoming Film: খ্রিস্টমাসেই মুক্তি পাচ্ছে আমির খানের নতুন ছবি! তুঙ্গে ভক্তদের উন্মাদনা Aamir Khan’s next film release on Christmas 2024 all you need to know Aamir Khan Upcoming Film: খ্রিস্টমাসেই মুক্তি পাচ্ছে আমির খানের নতুন ছবি! তুঙ্গে ভক্তদের উন্মাদনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/ceca30e44df883a44e4aaf675bbfd423169330895310747_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আমির খানের ছবি মানেই অনুরাগীদের উত্তেজনার পারদ উর্দ্ধমুখী। বলিউডসূত্রের খবর, ২০২৪ অর্থাৎ আগামীবছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে মিস্টার পারফেক্টশানিস্টের নতুন ছবি। ইতিমধ্য়েই এই তারিখটি লকও করা হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে ২০২৪-এর জানুয়ারীতেই শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে এই ছবির নাম কী হবে তা এখনও ঠিক করা হয়নি।
উল্লেখ্য়, স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন বলে জানা যাচ্ছে। অন্য়দিকে, জানা গেছে যে, উজ্জ্বল নিকামের বায়োপিক প্রযোজনার জন্য তিনি ম্যাডক ফিল্মসের দিনেশ ভিজানের সঙ্গে হাত মেলাচ্ছেন।
আরও পড়ুন...
ছুটতে হবে না পার্লারে, বাড়িতেই চুলের যত্ন নিন এই ঘরোয়া 'হেয়ার স্পা'-এর মাধ্যমে
প্রসঙ্গত, আমির খানের (Amir Khan) ছবি 'লাল সিং চাড্ডা' বক্সঅফিসে ভাল ফল করেনি। সিনেপ্রেমীদের নানান সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল এই ছবিকে। এই প্রসঙ্গে আমির খানকে (Amir Khan) তাঁর পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, "আমি এখন পর্যন্ত কোনো ছবিতে কাজ করার ব্য়পারে সিদ্ধান্ত নিইনি। আমি এখন সম্পূর্ণভাবে আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। মানসিকভাবে প্রস্তুত না হয়ে আমি কোনও ছবির কাজে হাত দেব না।"
একটি সাক্ষাৎকারে 'বয়কট বলিউড' প্রসঙ্গে অনুপম খেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'লাল সিং চাড্ডা ভাল ছবি ছিল না। যদি এটি ভাল সিনেমা হত তবে কোনও শক্তি এটিকে সফল হওয়া থেকে আটকাতে পারত না। কিন্তু আমির খানের 'পিকে' সত্যিই ভাল ছবি। মূল বিষয় হল আপনাকে সত্যকে গ্রহণ করতেই হবে।'
অন্য়দিকে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) কিছুদিন নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে একটি পোস্টে আমির খানের কথা উল্লেখ করেন। যেখানে তিনি বলেন, আমির খান একসময় তাঁর সবথেকে কাছের বন্ধু ছিলেন। কিন্তু তারপর হঠাৎই ভেঙে যায় এই বন্ধুত্ব।কারণ হিসেবে বলিউডের কুইন জানান, হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর যে দীর্ঘ আইনি লড়াই চলেছিল, সেই সময়ই ছেদ পড়ে তাঁদের সম্পর্কে।
অভিনেত্রী টিভি শো সত্যমেব জয়তে-এর সেটে আমির খানের (Amir Khan) সঙ্গে একটি পুরানো কথোপকথনের ভিডি শেয়ার করে কঙ্গনা জানিয়েছেন , 'তিনি আমির খানকে আগে ইন্ডাস্ট্রিতে 'বেস্ট ফ্রেন্ড' মনে করেছিলেন, কিন্তু এখন আর তা হয় না। কারণ কঙ্গনা-হৃত্বিকের বিবাদে তিনি হৃত্বিকের পাশে দাঁড়িয়েছিলেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)