এক্সপ্লোর
Advertisement
আরাধ্যা আমাদের স্টারডম সম্পর্কে সচেতন: ঐশ্বর্য
মুম্বই: বাবা-মা, দাদু-ঠাকুমা- পরিবারের সবাই বিনোদন জগতের তারকা। এমন একটা পরিবারের মেয়ে হয়েও আরাধ্যা কিন্তু আর পাঁচটা বাচ্চার মতোই বড় হচ্ছে। ওভাবেই থাকতে চায়। এমনটাই জানালেন আরাধ্যার মা বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। কান থেকে একটি সাক্ষাত্কারে ঐশ্বর্য বলেছেন, ‘এখনও পর্যন্ত আরাধ্যা একেবারে স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। এমন নয় যে, আমরা ওর কাছে বসে আমাদের সিনেমা দেখাই। এটাও বলব না যে, এ সবের কিছুই ও জানে না। ও খুব ভালো করেই জানে, আমরা কী করি। ও শহরের সর্বত্র আমাদের পোস্টার দেখতে পায়। ও জানে আমরা কে’।
কান চলচিত্র উত্সবে মায়ের সঙ্গে এসেছে পাঁচ বছরের আরাধ্যা। কানে একটি বিশেষ পণ্যের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে রেড কার্পেটে হেঁটেছেন রাই-সুন্দরী।
অভিষেক ঘরণী বলেছেন, ‘ও আমার সঙ্গে ঘুরছে। অনেক লোকজনের সঙ্গে ওর দেখা হচ্ছে। আমাদের জগতটাকেই ও দেখছে। তাই আমাকে ওর পাশে বসে বলে দিতে হয় না, ওর মা কী করে। যা ও দেখছে, তার সঙ্গেই ও বেড়ে উঠছে। এখন তো সংবাদমাধ্যমের কাছেও অনেকটা স্বচ্ছন্দ হয়ে উঠেছে আরাধ্যা’।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্রবধূ আরও বলেছেন, সিনেমা তারকাদের পরিবারে ওর জন্ম। তাই ফটোগ্রাফাররা ছবি তুলবে, এ রকম কিছু জিনিস ও খুব ভালোমতোই জানে।
ঐশ্বর্য বলেছেন, ‘আরাধ্যা আমাদের বাড়ি, বিমানবন্দর সর্বত্রই ফটোগ্রাফারদের দেখতে দেখতেই বড় হচ্ছে। লোকজন সেলফি তোলার অনুরোধ নিয়ে আসেন। কখনও কখনও কোনও ফটোগ্রাফার ছবি তুলতে এলে ও আমায় বলে, মাম্মা, আমি নয়, না? তারপর সরে দাঁড়ায়। অর্থাত্ ও বুঝে গিয়েছে। ব্যাপারটা খুব ভালো লাগে। আমি বুঝতে পারি, যখন ব্যস্ত থাকি, তখন ও ছবির জন্য পোজ দেয়’।
সম্প্রতি কানে পৌঁছনোর সময় বিমানবন্দরে ঐশ্বর্য ও আরাধ্যার ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবি সম্পর্কে মজার গল্প শুনিয়েছেন ঐশ্বর্য। তিনি বলেছেন, কয়েকটা ছবিতে ওকে হাত নাড়তে দেখা যাচ্ছে। আমি ওকে জিগ্যেস করলাম, তুমি কী করছ। ও বলল, আমি ওদের বলছিলাম যে, কোনও ছবি নয়, ব্যস, ঠিক আছে।
ঐশ্বর্য বলেছেন, আরাধ্যা নিজের মতো বড়ো হবে। জীবনে কী করবে তা ও নিজেই ঠিক করবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement