Actor Rahul Roy: 'আশিকি' খ্যাত রাহুল রায় এবার বাংলা ছবিতে, থ্রিলার ঘরানার 'মিহিরা' আসছে
'Aashiqui' Actor in Bengali Movie: বলিউডের 'আশিকি' সিনেমায় সকলের মন কেড়েছিলেন অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমায় একেবারে ভিন্ন ধরনের এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
কলকাতা: ১৯৯০ সালের জনপ্রিয় প্রেমের ছবি 'আশিকি'র (Aashiqui) কথা কার না মনে আছে। ব্লকবাস্টার হিট (Blockbuster Hit) ছবি জয় করেছিল সমগ্র সিনেপ্রেমীর মন। মহেশ ভট্টের (Mahesh Bhatt) পরিচালনায় তৈরি এই ছবির রাহুল রায় (Rahul Roy) ও অনু আগরওয়ালের (Anu Aggarwal) জুটি বিপুল খ্যাতি লাভ করেন। এবার সেই রাহুল রায়কেই দেখা যাবে বাংলা সিনেমায়। কোন ছবি? কার পরিচালনা? রইল খুঁটিনাটি।
বলিউড অভিনেতা রাহুল রায় এবার বাংলা সিনেমায়
এই প্রথমবার। বলিউডের অভিনেতা রাহুল রায় এবার বাংলা সিনেমায়। এই প্রথমবার থ্রিলার ঘরানার একটি বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে 'আশিকি' খ্যাত জনপ্রিয় অভিনেতা রাহুল রায়কে। আসন্ন এই বাংলা ছবির নাম 'মিহিরা'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন বাবাই সেন।
বলিউডের 'আশিকি' সিনেমায় সকলের মন কেড়েছিলেন অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমায় একেবারে ভিন্ন ধরনের এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির অপর এক প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। পুরোপুরি ভিন্ন লুকে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল রায় ও অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন প্রমুখকে।
পাহাড়ের কোলে উত্তরবঙ্গে পুরো ছবির শ্যুটিং হবে। ছবিতে থাকবে একগুচ্ছ গান। তার মধ্যে একটি নাচের গানও থাকছে। পরিচালক বাবাই সেনের কথায়, 'আমাদের শ্যুটিং এই মাসের শেষে শুরু হবে। রাহুল রায়ের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সমস্ত কথা হয়ে গিয়েছে, একটি ভিন্ন ধরনের চরিত্রে রাহুল রায়কে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে ছবিটা।' এই ছবি মুক্তি পাবে প্রযোজক সজল বর্মনের প্রযোজনায়। তত্ত্বাবধানে রয়েছেন 'চিরাগ গ্রুপ অফ কোম্পানি'। খুব তাড়াতাড়ি বড়পর্দায় হাজির হবে 'মিহিরা'।
প্রসঙ্গত, ১৯৯০ সালের 'আশিকি' এত জনপ্রিয়তা লাভ করে, বিশেষত তার গানগুলি, যে এখনও তা মানুষের মনে গেঁথে আছে। পরবর্তীকালে ২০১৩ সালে রিমেক হয় এই ছবির। তৈরি হয় 'আশিকি ২'। এই ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন, আদিত্য রায় কপূর ও শ্রদ্ধা কপূর। সেই ছবিও খ্যাতি লাভ করে, বিশেষত গানগুলি। গল্প ছিল প্রায় একই ধরনের। মোহিত সূরি পরিচালনা করেন সেই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।