'Aay Khuku Aay' Release Date: বাবা-মেয়ের চরিত্রে প্রসেনজিৎ-দিতিপ্রিয়া, কবে মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়'?
'Aay Khuku Aay' Release Date: নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়।
কলকাতা: ছবির নাম ঘোষণা ও লুক প্রকাশ পেয়েছিল আগেই। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ (Release date)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) আগামী ছবি 'আয় খুকু আয়'-এর (Aay Khuku Aay) মুক্তির তারিখ ঘোষিত হল।
কবে মুক্তি পাচ্ছে 'আয় খুকু আয়'?
বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'। বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)।
View this post on Instagram
ছবিতে প্রসেনজিতের লুক
মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা, পরনে মলিন একটি শার্টে তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছরের ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। ছবির নাম 'আয় খুকু আয়'।
এই ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। প্রকাশ্যে আসে তাঁর লুকও। সোশ্যাল মিডিয়ায় নিজের ও দিতিপ্রিয়ার লুকের ছবি ভাগ করে নেন খোদ নায়ক। বাবা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প বলবে এই ছবি।
নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে। নেটিজেনদের আসা, আরও অন্যরকম লুকেও এই ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালক জানিয়েছেন, ছবির গল্পে জড়িয়ে রয়েছে বিয়ের ঘটনাও। তবে ঝাঁ চকচকে শহুরে গল্প নয় 'আয় খুকু আয়'। শহরতলির সাধারণ পরিবারের বাবা মেয়ের সম্পর্কের গল্পই বলবে শৌভিক কুণ্ডুর নতুন এই ছবি।