Abhishek-Aishwariya: আত্মীয়ের বিয়েতে পাশাপাশি অভিষেক-ঐশ্বর্য্য, 'কজরা রে' নেচে জমালেন আসর!
Abhishek Bachchan and Aishwariya Rai Bachchan: সমস্ত গুঞ্জন উড়িয়ে তারপরে একাধিকবার একসঙ্গে, এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিষেক আর ঐশ্বর্য্য। একটি বিয়েবাড়িতে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা

কলকাতা: তাঁদের বিচ্ছেদ ছিল বলিউডের সবচেয়ে বেশি চর্চার বিষয়। তাঁরা একসঙ্গে থাকছেন কি না, কেন তাঁরা আলাদা আসছেন, সেই সমস্ত কিছু নেই জল্পনা ছিল চূড়ান্ত। এই গুঞ্জন শুরু হয়েছিল অম্বানি পরিবারের বিবাহ থেকে। সেই বিয়েবাড়িতে আলাদা এসেছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সেই থেকেই শুরু হয়েছিল গুঞ্জন, তবে কি বচ্চন পরিবারে উঠেছে বিচ্ছেদের সুর? আর কি একসঙ্গে থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য? শোনা গিয়েছিল, বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গেই থাকছেন অভিষেক। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য।
তবে সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে তারপরে একাধিকবার একসঙ্গে, এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিষেক আর ঐশ্বর্য্য। একটি বিয়েবাড়িতে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়ে তাঁরা একসঙ্গে সেলফিও তুলেছেন। কথাও বলেছেন। এরপরে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য্য। সঙ্গে গিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁরা সবাই একসঙ্গে বসে অনুষ্ঠান দেখেন। এই ছবি প্রকাশ্যে আসার পরে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি ঐশ্বর্য্যের সমস্যা জয়া বচ্চনের সঙ্গে একমাত্র। কারণ গুঞ্জন চাউর হওয়ার পর থেকে কখনও জয়া আর ঐশ্বর্য্যকে দেখা যায়নি এক ফ্রেমে।
আর এবার, ফের প্রকাশ্যে এল অভিষেক আর ঐশ্বর্য্যের রসায়নের ছবি। সদ্য এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তাঁরা। আর সেখানেই তাঁদের সিনেমার অন্যতম জনপ্রিয় গান 'কজরা রে'-র তালে পা মেলাতে দেখা গেল অভিষেক ও ঐশ্বর্য্যকে। সঙ্গে রইল আরাধ্যাও। বাবা মায়ের সঙ্গে তাল মিলিয়ে নাচ করল সেও। আর অভিষেক আর ঐশ্বর্য্যকে 'কজরা রে'-র তালে নাচতে দেখে সোশ্যাল মিডিয়ায় সবাই নস্ট্যালজিক। এক সময়ে এই গান আর এই নাচ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ফের যেন সেই স্মৃতিই ফিরিয়ে দিলেন অভিষেক আর ঐশ্বর্য্য। সঙ্গে যেন ফের একবার দৃঢ় বার্তা দিলেন, তাঁদের মধ্যে আগের মতোই জমাটি রয়েছে রসায়ন।
অন্যদিকে, সদ্য গুঞ্জন উঠেছিল, 'কোন বনেগা ক্রোড়পতি' ছাড়তে পারেন অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছিল সেই জায়গায় নাকি দেখা যেতে পারে ঐশ্বর্য্য রাই বচ্চনকে।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
