এক্সপ্লোর
Advertisement
অমিতাভের সঙ্গে করোনা টেস্ট পজিটিভ তাঁর ছেলে অভিষেকেরও
অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও করোনাভাইরাস টেস্টে পজিটিভ এসেছে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এরপর তাঁর ছেলে অভিষেকও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
মুম্বই: অমিতাভ বচ্চনের পর তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও করোনাভাইরাস টেস্টে পজিটিভ এসেছে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এরপর তাঁর ছেলে অভিষেকও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
জানা গেছে, অভিষেকের সংক্রমণের কোনও উপসর্গ নেই। করোনায় আক্রান্ত হওয়ার কথা ট্যুইটারের মাধ্যমেই জানিয়েছেন অভিষেক।
তিনি লিখেছেন, 'আজ আমার ও বাবার-দুজনেরই কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। আমাদের দুজনেরই সামান্য উপসর্গ রয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকেই জানিয়েছি। আমাদের পরিবার ও কর্মীদের সকলেরই টেস্ট করা হচ্ছে। সবাইকে শান্ত থাকার ও অযথা আতঙ্কিত না হওয়ার আর্জি জানাচ্ছি। ধন্যবাদ'।
উল্লেখ্য, এর আগে পরীক্ষার রিপোর্ট আসার পর অমিতাভ ট্যুইটে লেখেন, ‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’
অমিতাভের করোনা সংক্রমণের খবর চাউর হতেই উদ্বিগ্ন সিনেমা মহল ও অনুরাগীরা। তাঁরা প্রবীণ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও শিল্পীরা অমিতাভ বচ্চনের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।
জানা যাচ্ছে যে, তাঁর ওয়েব সিরিজ 'ব্রেথ ইনটু দ্য শ্যাডোস'-এর পোস্ট-প্রোডাকশন ও ডাবিংয়ের কাজে অভিষেক ইদানিং বাইরে যেতেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement