Laal Singh Chaddha shoot: "লাল সিং চাড্ডার" শ্যুটিংয়ের জন্য জমেছে জঞ্জাল, ট্যুইটারে আমিরকে একহাত লাদাখের বাসিন্দার
"লাল সিং চাড্ডার" জন্য লাদাখে শ্যুটিং করছেন আমির খান। ছবির শেষ দফার শ্যুটিং নিয়ে ব্যস্ত কিরণ রাও ও নাগা চৈতন্যও। এরই মধ্যে লাদাখের স্থানীয় বাসিন্দার ট্যুইটার পোস্ট কাঠগড়ায় তুলেছে আমিরকে।
লাদাখ : সম্প্রতি কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। ঘোষণা করেছেন বিবাহ-বিচ্ছেদের। তার পরেই নেমে পড়েন শ্যুটিংয়ে। তাঁর আসন্ন ছবি "লাল সিং চাড্ডার" জন্য লাদাখে শ্যুটিং করছেন আমির খান। ছবির শেষ দফার শ্যুটিং নিয়ে ব্যস্ত কিরণ রাও ও নাগা চৈতন্যও। এরই মধ্যে লাদাখের স্থানীয় বাসিন্দার ট্যুইটার পোস্ট কাঠগড়ায় তুলেছে আমিরকে। পোস্টে ওই ব্যক্তি শ্যুটিংয়ের জেরে সংশ্লিষ্ট এলাকায় জঞ্জাল জমার অভিযোগ তুলেছেন।
ওই ট্যুইটার ব্যবহারকারী লাদাখের ওয়াকহা গ্রামে তোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে "লাল সিং চাড্ডার" শ্যুটিং চলছে। ভিডিওয় ওই এলাকায় পরিত্যক্ত জিনিসের স্তূপ দেখা যাচ্ছে। অভিযোগ, শ্যুটিং করতে যাওয়া ওই টিম জায়গাটি নোংরা করেছে।
ট্যুইটার হ্যান্ডেলে ওই ব্যক্তি লিখেছেন, বলিউড স্টার আমির খানের আসন্ন ছবি "লাল সিং চাড্ডা" এই উপহারটা লাদাখের ওয়াকহা গ্রামের বাসিন্দাদের জন্য রেখে গেছেন। "সত্যমেব জয়তে"-তে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে অনেক বড় বড় কথা বলেন আমির খান। কিন্তু, যখন নিজেকে তা করতে হয় তখন দেখুন কী অবস্থা হয়। একবার দেখুন...
"লাল সিং চাড্ডা"-য় আমিরের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী করিনা কাপুর। এদিকে দক্ষিণের অভিনেতা নাগা চৈতন্য সম্প্রতি যোগ দেন দলের সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ছবির সেট থেকে আমির-কিরণের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে হাসি মুখে পোজ দিতে দেখা গেছে আমির-কিরণকে।
প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন আমির ও কিরণ। বাবা-মা হিসাবে নিজেদের দায়িত্ব অবশ্য পালন করে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। ২০০১ সালের ব্লকবাস্টার ছবি ছিল "লগান"। সেই সিনেমার সেটেই প্রথম কিরণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমিরের। এর পর ২০০৫ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হয়। ২০১১-র ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান আজাদ রাও খানের জন্ম। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, তাঁরা একে-অপরকে পছন্দ করতেন। এক বছর ধরে তাঁর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। বন্ধু হয়ে উঠেছিলেন। ২০০৪ সাল থেকে তাঁদের সম্পর্ক জোরদার হয়ে ওঠে।