Dev on corona situation: এই দেশে একমাত্র নেতা-নেত্রীরাই নিয়ম ভাঙতে বা তৈরি করতে পারেন: দেব
মুখে মাস্ক, নিবিষ্ট চোখ মোবাইলে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করলেন দেব। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'গোলন্দাজ'-এর টিজার। টিজার নিয়ে অনুরাগীদের উচ্ছাস ও ভালোবাসাকে ধন্যবাদ জানালেন তিনি। কিন্তু কেবল ছবি নয়, সেইসঙ্গে মজার কিন্তু অর্থপূর্ণ বার্তা দিলেন দেব।
কলকাতা: মুখে মাস্ক, নিবিষ্ট চোখ মোবাইলে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করলেন দেব। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'গোলন্দাজ'-এর টিজার। টিজার নিয়ে অনুরাগীদের উচ্ছাস ও ভালোবাসাকে ধন্যবাদ জানালেন তিনি। কিন্তু কেবল ছবি নয়, সেইসঙ্গে মজার কিন্তু অর্থপূর্ণ বার্তা দিলেন দেব।
নিজের ছবি পোস্ট করে দেব লেখেন, 'গোলন্দাজ' এর টিজারকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই আপ্লুত।' সেইসঙ্গে দেব জুড়ে দেন, 'বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, বাইরে গেলেই মাস্ক পরুন। যদি আপনি কোনও রাজনৈতিক দলের নেতা বা নেত্রী না হন, তাহলে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। (আমাদের দেশে একমাত্র রাজনৈতিক নেতারাই নিয়ম ভাঙতে ও তৈরি করতে পারেন) সবাই সাবধানে থাকুন।'
এই প্রথম নয়, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, এমনকি নিজের সভাতেও করোনা আবহে বারবার মাস্ক পরার বার্তা দিয়েছেন দেব। সম্প্রতি বসিরহাটের তেঁতুলিয়া হাইস্কুল মাঠে দেবের বক্তব্যের একটি অংশ ভাইরাল হয়ে যায়। সেখানে তারকাকে বলতে শোনা গিয়েছিল, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়ে হাততালিতে। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন সহ বিভিন্ন দলের কপালে যখন নির্বাচন ও প্রচার নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে, তখন নির্বাচনের আবহে মানুষকেই প্রাধান্য দিয়েছিলেন দেব।
করোনা রুখতে ইতিমধ্যেই কিছু নিয়ম লাগু করেছে কমিশন। ভোট হওয়ার ৭২ ঘণ্টা আগে প্রচার শেষের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে। করোনা পরীক্ষাপ পরিমাণও বাড়াতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু রাজনৈতিক সভাও। কিন্তু এখনও রাজনৈতিক রোড শো বা সভাগুলিতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। কারও মুখেই মাস্ক নেই। মাস্কহীন ঘুরছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। নির্বাচনের হাওয়ায় উড়ে যাচ্ছে করোনা সতর্কতা। এর ফলে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ, মত বিশেষজ্ঞদের।