Rajpal Yadav: ১১ কোটি লোনের বোঝা, শোধ করতে না পারায় রাজপাল যাদবের বাড়িতে 'তালা' ঝোলাল ব্যাঙ্ক
Rajpal Yadav Property Sealed: ব্যাঙ্কের কাছে নিজের সম্পত্তি বন্ধক রেখে, সেই টাকায় 'শ্রী নওরং গোদাবরী এন্টারটেনমেন্ট লিমিটেড' নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন রাজপাল যাদব যা তাঁর বাবা-মার নামে।
![Rajpal Yadav: ১১ কোটি লোনের বোঝা, শোধ করতে না পারায় রাজপাল যাদবের বাড়িতে 'তালা' ঝোলাল ব্যাঙ্ক Actor Rajpal Yadav property sealed by bank due to unpaid loan over Rs 11 crore Entertainment News Rajpal Yadav: ১১ কোটি লোনের বোঝা, শোধ করতে না পারায় রাজপাল যাদবের বাড়িতে 'তালা' ঝোলাল ব্যাঙ্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/82bbd6b1d8e0493b61a89ab4fffb42ca1723724794809229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রায় ১১ কোটি টাকা ধার শোধ হয়নি। অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত ৮ অগাস্ট শাহজাহানপুরে অভিনেতার সম্পত্তি 'সিল' করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India)। 'মানিকন্ট্রোল'-এর প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রযোজনার জন্য লোন নিয়ে তা শোধ করতে পারেননি অভিনেতা।
ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন, পারেননি শোধ করতে, 'সিল' হল রাজপাল যাদবের সম্পত্তি
'মানিকন্ট্রোল'-এর প্রতিবেদন অনুযায়ী, রাজপাল যাদব শাহজাহানপুরে কাছারির কাছে শেঠ এনক্লেভ কলোনির সম্পত্তি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকা লোন নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ছবি প্রযোজনা করা। শোধ করার একাধিক প্রচেষ্টা সত্ত্বেও সেই ধারের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১১ কোটি টাকায়। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের। 'সিল' করা হয় তাঁর বাড়ি।
ব্যাঙ্কের কাছে নিজের সম্পত্তি বন্ধক রেখে, সেই টাকায় 'শ্রী নওরং গোদাবরী এন্টারটেনমেন্ট লিমিটেড' নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন রাজপাল যাদব যা তাঁর বাবা-মার নামে। প্রযোজনা সংস্থার অফিসিয়ালি তাঁর স্ত্রী রাধা যাদবের নামে। এই সংস্থার হাত ধরে রাজপাল ও প্রয়াত অভিনেতা ওম পুরী অভিনীত একটি ছবি প্রযোজিত হয়। এছাড়া সেখানে শাহজাহানপুরের স্থানীয় শিল্পীরাও কাজ করেছিলেন। যার ফলে এই ছবিতে আঞ্চলিক ছোঁয়াও মেলে। তবে সংস্থার ওপর আর্থিক চাপ স্পষ্ট হয়ে ওঠে যখন রাজপাল যাদব ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, যা বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে নেওয়া হয়েছিল।
৮ অগাস্ট অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বাড়ি 'সিল' করার কাজ সম্পন্ন হয়। স্থানীয় পুলিশ প্রশাসনকে না জড়িয়ে, ব্যাঙ্কের লোকজন এসে স্রেফ বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন। তার আগে নিশ্চিত করা হয় যে বিল্ডিংয়ের ভিতরের কুলার তখনও কাজ করছে। তাৎপর্যপূর্ণ বিষয় পরের সোমবার পর্যন্তও ব্যাঙ্কের তরফে ওই সম্পত্তির ওপর কোনও দাবি করা হয়নি। কোনও ব্যানার, বা আনুষ্ঠানিক নোটিসের দেখা মেলেনি। নিরাপত্তা সহায়তার জন্য পূর্বে অনুরোধ করা সত্ত্বেও পুলিশকে না জড়িয়ে গোটা বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটি সংস্লিষ্ট ব্যাঙ্কের স্থানীয় শাখার ম্যানেজার মনোজ নিশ্চিত করেছেন। তিনি স্বীকার করেছেন যে মুম্বই থেকে পুনরুদ্ধারকারী দল 'সিল' করেছে, যদিও ব্যাঙ্কের বরেলির ডিআরএম, এস কে সাভারওয়াল এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)