করোনা যোদ্ধা মুম্বই পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু সুদ
মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা লেখেন। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানান।
মুম্বই: করোনা মোকাবিলায় এবার মহারাষ্ট্র পুলিশের পাশে দাঁড়ালেন সোনু সুদ। ২৫ হাজির ফেস শিল্ড দিলেন তিনি। লকডাউনে ভারতে বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের কাছে মসীহা সোনু সুদ। বাসে, গাড়িতে, এমনকী প্লেনেও হাজার হাজার শ্রমিককে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। এবার করোনাযোদ্ধা পুলিশের পাশে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। মুম্বইয়ে পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে তাঁদের ২৫ হাজার ফেস শিল্ড তুলে দিয়েছেন তিনি।
মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা লেখেন। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানান। লেখেন, পুলিশ কর্মীদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড দিয়েছেন সোনু সুদ। তাঁকে ধন্যবাদ।
অনিল দেশমুখের টুইটের উত্তরে সোনু সুদ লেখেন, 'স্যার, আপনার এই মন্তব্যে আমি সম্মানিত। আমাদের পুলিশ ভাইবোনেরাই আসল নায়ক।'
I thank @SonuSood Ji for your generous contribution of giving 25,000 #FaceShields for our police personnel. pic.twitter.com/bojGZghy23
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) July 16, 2020