(Source: ECI/ABP News/ABP Majha)
Sunil Grover Discharge: আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কমেডিয়ান সুনীল গ্রোভার
Sunil Grover Discharge: হার্ট সার্জারির পর আজ অভিনেতাকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। খবর এএনআই সূত্রে।
নয়াদিল্লি: আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার (Actor-Comedian Sunil Grover)। বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে (Asian Heart Institute) ভর্তি করা হয় তাঁকে। হার্ট সার্জারির পর আজ অভিনেতাকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। খবর এএনআই সূত্রে।
Actor-Comedian Sunil Grover, who underwent heart surgery recently, will be discharged from Mumbai's Asian Heart Institute today: Hospital authorities
— ANI (@ANI) February 3, 2022
(Photo: Grover's Twitter account) pic.twitter.com/GrSKCwELMf
বুকে ব্যথা নিয়ে তাঁকে গতকাল মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪৪ বছর বয়সী কমেডিয়ান অভিনেতার হার্ট সার্জারির কথাও জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, 'বুকে ব্যথা হওয়ার কারণে ভর্তি হতে হয় সুনীল গ্রোভারকে (Sunil Grover)। তাঁর হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। অপারেশনের পর এখন ভালো রয়েছেন কমেডিয়ান অভিনেতা।' জানা যায়, একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যায়।
প্রসঙ্গত, কপিল শর্মার (Kapil Sharma) জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো'-এ (The Kapil Sharma Show) 'গুট্টি' চরিত্রটিতে অভিনয় করার জন্য খুবই জনপ্রিয় হন সুনীল গ্রোভার। শুধু ছোট পর্দাই নয়, অভিনেতা কমেডিয়ান কাজ করেছেন বড় পর্দাতেও। কমেডির বাইরে গিয়ে সিরিয়াস চরিত্রে তিনি অভিনয় করেন অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্যাক' ছবিতে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'-এ। যেটি পরিচালনা করেন বিকাশ বহেল। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে দেখা যায় রণবীর শোরে, গিরিশ কুলকার্ণি, সোনালি নাগরানি এবং আশিষ বিদ্যার্থীকে।