Victor Banerjee Hospitalised: বুকে তীব্র অস্বস্তি, হাসপাতালে ভর্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এখন কেমন আছেন?
Victor Banerjee: বাংলা সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভর্তি উত্তরাখণ্ডের মুসৌরির হাসপাতালে ভর্তি। বুকে তীব্র অস্বস্তির কথা জানাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
কলকাতা: হাসপাতালে ভর্তি প্রবীণ বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee Hospitalised)। উত্তরাখণ্ডের (Uttarakhand) মুসৌরি, যেখানে এখন অভিনেতা থাকেন, সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে অস্বস্তি (chest uncomfortableness) হওয়ার কথা জানানোয় হাসপাতালের ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পরিবার সূত্রে।
মুসৌরির হাসপাতালে ভর্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়
বাংলা সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভর্তি উত্তরাখণ্ডের মুসৌরির হাসপাতালে ভর্তি। তিনি এখন সেখানকারই বাসিন্দা। বুকে তীব্র অস্বস্তির কথা জানাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শনিবার জানিয়েছে অভিনেতার পরিবার। গত ১৪ অগাস্ট ৭৮ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দিন দুই তাঁকে আইসিইউ-তে রাখা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। স্ট্রোকের মতো পরিস্থিতি হয়েছিল তাঁর বলে জানা যাচ্ছে। এখন কেমন আছেন তিনি?
পিটিআই সূত্রে খবর, গত দু'দিন ধরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে, এখন তিনি অনেকটাই ভাল রয়েছেন। পরিবারের তরফে পিটিআইকে জানানো হয়েছে যে অভিনেতাকে ICU থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতার স্ত্রী এই মুহূর্তে তাঁর সঙ্গে রয়েছেন বলেও খবর। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে গত বছর উইন্ডোজের পুজোর ছবি 'রক্তবীজ'-এ দেখা গিয়েছিল।
সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি 'শতরঞ্জ কে খিলাড়ি'তে অভিনয় করেছিলেন ভিক্টর। এছাড়া 'দুই পৃথিবী', 'ঘরে বাইরে', 'আক্রোশ' ও 'লাঠি'র মতো ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতার সাক্ষী সকল দর্শক। তিনি ১৯৮৪ সালের হলিউড ছবি 'এ প্যাসেজ টু ইন্ডিয়া'য় অভিনয় করেছিলেন যার পরিচালক ছিলেন ডেভিড লিন। ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার একাধিক ছবিতে।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ই ভারতের একমাত্র ব্যক্তি যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনটি বিভাগে। তাঁর ডকুমেন্টারি 'Where No Journeys End '- র জন্য সিনেমাটোগ্রাফার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ২৭টি দেশ থেকে ৩১০০ ডকুমেন্টারি এসেছিল প্রতিযোগিতায়। এই ডকুমেন্টারি হিউস্টন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ড অ্যাওয়ার্ডও পেয়েছিল। এছাড়াও ভিক্টর বন্দ্যোপাধ্যায় তাঁর ডকুমেন্টারি 'The Splendour of Garhwal and Roopkund'- র জন্য পরিচালক হিসেবে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার। আর অভিনেতা হিসেবে (সেরা পার্শ্ব অভিনেতা) সত্যজিৎ রায়ের ছবি 'ঘরে বাইরে' জাতীয় পুরস্কারের সাফল্য এনে দিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।