Casting Couch: 'আমাকে একা পেয়ে...', ২০ বছর বয়সেই 'আপোস'-এর প্রস্তাব; তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
Asha Negi Casting Couch: সম্প্রতি নিজের জীবনের প্রথম পর্বের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই এই অভিনেত্রীকে কাজের জন্য 'আপোস' করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
Asha Negi: ছোটপর্দা হোক বা বড়পর্দা, টেলিভিশন থেকে সিনেদুনিয়া বহু অভিনেত্রী নানা সময় কাস্টিং কাউচের (Asha Negi) তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কাজ পাওয়ার জন্য 'আপোস' (Casting Couch) করার প্রস্তাব পেয়েছিলেন বহু অভিনেত্রী। সব হেনস্থা, অশালীনতার বাধা কাটিয়ে ছবির দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা। এই উদাহরণের ব্যতিক্রম নন টেলি-দুনিয়ার অভিনেত্রী আশা নেগিও। সম্প্রতি নিজের জীবনের প্রথম পর্বের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই এই অভিনেত্রীকে কাজের জন্য 'আপোস' করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন আশা নেগি
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার চলাকালীন প্রথম জীবনের ভয়াবহ কাস্টিং কাউচের কথা জানান আশা। তিনি বলেন, 'সেই সময় আমার বয়স খুব বেশি হলে ২০ হবে। সেই সময় এই ইন্ডাস্ট্রিতে থাকতেন কো-অর্ডিনেটররা যারা কাজ দিতেন শিল্পীকে। আমাকেও এই কো-অর্ডিনেটরের সঙ্গে দেখা করতে হয়েছিল, তিনি আমাকে একা দেখা করতে বলেন। তিনি আমাকে নানাভাবে প্রভাবিত করতে থাকেন এবং আমার ব্রেনওয়াশ করতে থাকেন। তিনি বলেন যে এভাবেই অভিনেত্রীদের কাজ পেতে হয়, এবং এভাবেই তারা বড় হন।' আশা নেগি জানান যে যদি তিনি বড় নায়িকা হতে চান, তাহলে তাঁকে আপোস করতেই হবে, সমস্ত টেলিভিশন অভিনেত্রীকেই এভাবে আপোস করতে হয়েছে। তাকেও এভাবেই আপোস করতে হবে কাজ পেতে হলে।
কো-অর্ডিনেটরের মনোভাব বুঝেছিলেন আশা
আশা নেগি বলেছেন যে কো-অর্ডিনেটর তাঁকে সরাসরি আপোস করার কথা না বললেও তিনি স্পষ্টই সেই মনোভাব বুঝতে পেরেছিলেন। তিনি স্পষ্টই বলেছিলেন এভাবে তিনি কাজ চান না। দৃঢ়ভাবে উত্তর দিলেও মনের ভিতরে ভয় দানা বেঁধেছিল অভিনেত্রীর। এই গোটা ঘটনাটা তাঁর বন্ধুকে তিনি জানিয়েছিলেন, তিনি কিন্তু এসব শুনে বিস্মিত হননি। সেই বন্ধুটি আশাকে জানিয়েছিলেন যে এসব হয়েই থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা।
আশা নেগির সাম্প্রতিক কাজ
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'-তে পূর্বী দেশমুখ কির্লোস্কারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন আশা নেগি। পরে 'বারিশ' ধারাবাহিকে গৌরবী কর্মকারের চরিত্রে দেখা যায় তাঁকে। এছাড়া ফিয়ার ফ্যাক্টর, খতরোঁ কে খিলাড়ী ৬ ইত্যাদি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। এখন ওটিটি দুনিয়া কাঁপাচ্ছেন আশা নেগি। সম্প্রতি তাঁর অভিনীত সিরিজ 'হানিমুন ফটোগ্রাফার' মুক্তি পেয়েছে। ২৭ সেপ্টেম্বর জিও সিনেমায় প্রিমিয়ার হয় এই সিরিজ। অম্বিকা নাথ নামে এক ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেন আশা নেগি।
আরও পড়ুন: 'Alpha' Release Date: বড়দিনে বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, 'আলফা'র মুক্তির তারিখ ঘোষণা