Malaika Arora: ডিজিট্যাল দুনিয়ায় পা রাখছেন মালাইকা অরোরা, শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান
‘Moving In With Malaika’: মালাইকা অরোরার কথায়, 'দীর্ঘ সময় ধরে, পৃথিবী আমাকে সোশ্যাল মিডিয়ার লেন্সের মাধ্যমে দেখেছে। কিন্তু এবার সেটাকে একটু ঝেড়ে ফেলতে আমি উত্তেজিত।'
নয়াদিল্লি: সম্পর্ক, গ্ল্যামার থেকে শুরু করে রূপ, গুণ...। এই বলিউড ডিভার মধ্যে সবকিছুই রয়েছে। দুর্দান্ত নাচের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন প্রত্যেকবার। তাঁর নাম মালাইকা অরোরা (Malaika Arora)। আর এই সব নিয়েই এবার ডিজিট্যাল ওয়ার্ল্ডে (Digital World) পা রাখতে চলেছেন অভিনেত্রী। বিশেষ অনুষ্ঠানটি দেখা যাবে 'ডিজনি প্লাস হটস্টার'-এ (Disney Plus Hotstar)।
নতুন অনুষ্ঠান আনছেন মালাইকা অরোরা
নিজের জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত ডালি খুলে বসবেন ডান্সিং ডিভা মালাইকা অরোরা। এক্সক্লুসিভ এই অনুষ্ঠান দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। অনুষ্ঠানের নাম 'মুভিং ইন উইথ মালাইকা'। আগামী ৫ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি দেখা যাবে। প্রযোজনায় বাণিজয় এশিয়া। অনুষ্ঠানে দেখা যাবে অভিনেত্রীর পরিবার ও বন্ধুদের অতিথি হিসেবে।
View this post on Instagram
মালাইকা অরোরার কথায়, 'দীর্ঘ সময় ধরে, পৃথিবী আমাকে সোশ্যাল মিডিয়ার লেন্সের মাধ্যমে দেখেছে। কিন্তু এবার সেটাকে একটু ঝেড়ে ফেলতে আমি উত্তেজিত।'
অন্যদিকে, গতকালই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মালাইকা। তাতে বেড়েছে তাঁর ফের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা। মালাইকা অরোরার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Ishaa Saha: 'ইন্দু'-র শ্যুটিং শুরু, রহস্যের জট ছাড়াতে পারবেন ইশা?
View this post on Instagram