Mimi Chakraborty: 'একবার আয়...' চিকুর স্মৃতিতে আবেগপ্রবণ মিমি
ক্যানসার কেড়েছে খেলার সঙ্গীকে। মনখারাপ তারকা সাংসদের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পুরনো ভিডিও। বাড়ির ছাদে খেলা করছে চিকু। সেই ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ মিমি চক্রবর্তী।
কলকাতা: ক্যানসার কেড়েছে খেলার সঙ্গীকে। মনখারাপ তারকা সাংসদের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পুরনো ভিডিও। বাড়ির ছাদে খেলা করছে চিকু। সেই ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ মিমি চক্রবর্তী।
সদ্যই ক্যানসারে আক্রান্ত হয়েছিল চিকু। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সাহায্য চেয়েছিলেন মিমি। এসেছিল সাহায্যও। অনেকেই মিমির পোস্টে সন্ধান দিয়েছিলেন বিভিন্ন চিকিৎসার। প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা রাজ চক্রবর্তী সহ অনেকেই। চিকুর চিকিৎসার জন্য চেন্নাইও পাড়ি দিয়েছিলেন মিমি। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফিরিয়েও এনেছিলেন চিকুকে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠছে চিকু। চিকুর খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছিলেন, 'আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।' মিমির এই পোস্টে উপচে পড়েছিল প্রার্থনা, মনখারাপ। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে।' অনেকে আবার প্রথমটা বিশ্বাসই করতে পারেননি খারাপ খবরটা। আশঙ্কা সত্যি করেই সব ছেড়ে চলে গেল চিকু।
চিকুর মৃত্যুর দিন তার দুটি ছবি পোস্ট করেছেন মিমি। একটি চিকুর ছবি। অন্যটি চিকুকে কবর দেওয়ার। সেইসঙ্গে মিমি লিখেছেন, আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।'
আজ নিজের ইনস্টাগ্রামে চিকুর একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে খেলায় মত্ত চিকু। হাতে খেলনা নিয়ে তাকে ডেকেই চলেছেন মিমি। কিন্তু চিকুর সেইদিকে খেয়াল নেই। সে নিজের খেয়ালে মত্ত। অনেকবার ডাকতে ডাকতে শেষে ক্যামেরার দিকে হতাশ মুখে তাকাচ্ছেন মিমি। ভিডিওটি বেশ মজার হলেও, এটি শেয়ার করেই আবেগপ্রবণ হয়েছেন মিমি। ক্যাপশানে লিখেছেন, 'একবার আয়..'
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে মিমির অপর পোষ্য ম্যাক্সের। সেই উপলক্ষ্যেই আদরমাখা ভিডিও পোস্ট করেছিলেন সাংসদ। লকডাউনে গৃহবন্দী হয়ে বেশিরভাগ সময়ই এদের সঙ্গে কাটিয়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে খেলায় মত্ত মিমি।