Promita Chakrabartty Rakhi Celebration: 'শ্রীরামকৃষ্ণ' সৌরভের হাতে রাখি বাঁধলেন 'অন্নদা' প্রমিতা
অন্নদা রাখি বাঁধছেন শ্রীরামকৃষ্ণকে! সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন ঐতিহাসিক রাখিবন্ধনও দেখল নেটদুনিয়া! শ্যুটিং সেটেই সহ অভিনেতার হাতে রাখি বেঁধে আজকের দিনটা উদযাপন করে নিলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী।
কলকাতা: অন্নদা রাখি বাঁধছেন শ্রীরামকৃষ্ণকে! সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন ঐতিহাসিক রাখিবন্ধনও দেখল নেটদুনিয়া! শ্যুটিং সেটেই সহ অভিনেতার হাতে রাখি বেঁধে আজকের দিনটা উদযাপন করে নিলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী।
করুণাময়ী রানি রাসমণির উত্তর পর্বের শ্যুটিং চলছে জোরকদমে। শ্যুটিং ফ্লোরেই সৌরভ সাহার হাতে রাখি বাঁধলেন প্রমিতা চক্রবর্তী। ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সৌরভ। অন্যদিকে প্রমিতার চরিত্রের নাম অন্নদা। কাজের ফাঁকে মেক আপ রুমেই ভাই-বোন পাতিয়ে নিলেন অভিনেতা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়ল সেই ছবি। এরপর ছোট্ট একটি ভিডিও শেয়ার করেন প্রমিতা। সেখানে দেখা যায়, মন নিয়ে সৌরভের হাতে রাখি বেঁধে দিলেন অভিনেত্রী। ছোট বোনের মত স্নেহ করেই তাঁর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সৌরভ। ক্যামেরার পিছন থেকে কেউ গেয়ে উঠলেন রাখির গানও।
সদ্য নতুন জীবনে পা রেখেছেন প্রমিতা। অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। পুরুলিয়ায় ডেস্টিনেশান ওয়েডিং-এর পর এখন একসঙ্গেই সংসার করছেন তাঁরা। দুজনেই ব্যস্ত ধারাবাহিকের কাজে। তার মধ্যেই নিয়মমাফিক পুজো থেকে বিভিন্ন উৎসবে সামিল হন তাঁরা। একে অপরের বিশেষ দিনগুলিও আনন্দের সঙ্গেই পালন করেন তাঁরা। প্রমিতার জন্মদিনকে গোলাপ, চকোলেট, কেক, বেলুনে সাজিয়ে তোলেন রুদ্রজিৎ। অন্যদিকে রুদ্রজিতের জন্য পছন্দের রান্না করতেও কোমর বাঁধেন প্রমিতা।
অন্যদিকে ধারাবাহিক রানি রাসমণিতে দিতিপ্রিয়ার পর্ব শেষ হওয়ার পর এবার শেষ হতে চলেছে মথুরবাবু অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ের পর্বও। ধারাবাহিক আপাতত এগোবে মা সারদা ও শ্রীরামকৃষ্ণের জীবনকে কেন্দ্র করে। গল্পে থাকবে দক্ষিণেশ্বর মন্দিরের কথাও।
ধারাবাহিকে মা সারদার ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। নতুন চরিত্রে কাজ শুরু করে তিনি বলেছিলেন, 'যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের'। এর আগে যখন ধারাবাহিকের সেটটা দেখতাম, মা কালীর মূর্তিটা দেখতাম, মনে হত, ইস..এখানে যদি যেতে পারতাম। সেটটা বড় ভালো। আজ এখানে এসে কাজ করছি। ভীষণ ভালো লাগছে। সৌরভ এত ভালো অভিনয় করে। আমি 'শতরুপে সারদা' বলে একটা বই পড়ছি। আরও অনেকে অনেক বইয়ের নাম বলছেন। পড়ব। এই চরিত্রটায় নিজেকে তৈরি করার জন্য রিসার্চ ছাড়া উপায় নেই।'