Taapsee Pannu on Marriage: মার্চেই বিয়ের পিঁড়িতে তাপসী? খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন নায়িকা
Taapsee Pannu Reacts on Marriage News: শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করবেন তাপসী। আমন্ত্রিত থাকবেন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়রা
কলকাতা: বলিউডে যেন এখন বিয়ের মরসুম। সদ্য দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh)। এখনও সোশ্যাল মিডিয়া ঝলমলে তাঁর বিয়ের ছবি। আর ইতিমধ্যেই আরও এক বিয়ের খবর! ১০ বছর সম্পর্কে থাকার পরে নাকি অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)! ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্স কোচ মাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। আর এবার সেই সম্পর্ককেই যেন পরিণতি দিতে চলেছেন তাপসী।
বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে তাপসীর বিয়ের খবরই। শোনা যাচ্ছে, বর যেহেতু খ্রীস্টান, তাই খ্রীস্টান রীতি মেনে তো বিয়ে হবে বটেই। পাশাপাশি, তাপসী পাঞ্জাবি। তাই পালন করা হবে সমস্ত পাঞ্জাবি রীতিনীতিও। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও, তাপসী খুব সূক্ষভাবেই নিজের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের জীবনকে আলাদা রেখে চলেন। বলিউড পার্টিতেও কখনও তাঁকে দেখা যায় না প্রেমিকের সঙ্গে। আর ঠিক তেমনই, তাপসী চান তাঁর বিয়েও হোক ঘরোয়াভাবেই।
আরও শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করবেন তাপসী। আমন্ত্রিত থাকবেন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়রা। 'ডাঙ্কি' (Dunki) ছবিতে সদ্য শাহরুখ খানের (Shah Srukh Khan) নায়িকা হয়েছেন তাপসী। তাঁর একাধিক কাজ বেশ প্রশংসিত অনুরাগীদের মধ্যে। বলিউডে এখন অন্য ধারার ছবিতে পরিচালকদের অন্যতম পছন্দের নাম তাপসীই। তবে তাপসী নিজে হাঁটেন একটু অন্য পথে। ছবি পছন্দ থেকে শুরু করে তাঁর জীবনবোধ, ভাবনা সবই অন্যরকম। আর তাই, তাপসী যেমন বলিউডের বাইরে প্রেম করেছেন, তেমনই সযত্নে আড়ালেই রেখেছেন নিজের সম্পর্ককে। প্রকাশ্যে তা নিয়ে কথা বলেননি কখনোই।
বিয়ের খবর ছড়িয়ে পড়ায় আজ মুখও খুলেছেন তাপসী। তবে বিয়ে নিয়ে জল্পনা জিইয়ে রেখে কোনও কথাই বলেননি তিনি। কেবল বলেছেন, 'আমি দীর্ঘদিন ধরে একজন মানুষের সঙ্গেই রয়েছি। আর তাকে ছেড়ে অন্য কারও সঙ্গে থাকার বিন্দুমাত্র কোনও ইচ্ছেই আমার নেই। তবে আমি এই সম্পর্কেই ভীষণ খুশি।' সত্যিই তাপসী মার্চে বিয়ে করছেন কি না.. সেই উত্তর দেবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।