এক্সপ্লোর
যমজ মেয়ের মা হলেন ধর্মেন্দ্র-হেমা কন্য়া অহনা
২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে হয় বৈভব এবং অহনার। ২০১৫-র জুন মাসে তাঁদের প্রথম সন্তান হয়। পুত্র সন্তানের নাম রাখেন ড্য়ারিয়েন বোহরা। অহনা যমজ কন্য়া সন্তান হওয়ায় খুশি দিদা হেমা মালিনি।
![যমজ মেয়ের মা হলেন ধর্মেন্দ্র-হেমা কন্য়া অহনা Ahana Deol became mother of twins daughter যমজ মেয়ের মা হলেন ধর্মেন্দ্র-হেমা কন্য়া অহনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/28220544/ahana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যমজ কন্য়া সন্তানের মা হলেন অহনা দেওল। গত ২৬ নভেম্বর দ্বিতীয়বার বাবা হলেন বৈভব বোহরা এবং অহনা দেওল। ধর্মেন্দ্র-হেমা কন্য়া অহনা মেয়েদের নাম রেখেছেন অ্য়াস্ট্রাইয়া এবং আদিয়া।
২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে হয় বৈভব এবং অহনার। ২০১৫-র জুন মাসে তাঁদের প্রথম সন্তান হয়। পুত্র সন্তানের নাম রাখেন ড্য়ারিয়েন বোহরা। অহনা যমজ কন্য়া সন্তান হওয়ায় খুশি দিদা হেমা মালিনি। সংবাদ মাধ্য়মে হেমা বলেছেন, বৈভব এবং অহনা যমজ কন্য়া সন্তান চেয়েছিলেন। এমনকি মেয়ের নাম কী রাখা হবে তাও ঠিক করে রেখেছিল ওরা। অহনার একটা ছেলে আছে। আমি ওকে ছোটো কৃষ্ণ বলে ডাকি। এবার জীবনে এল দুই মেয়ে। বাড়িটা পরিপূর্ণ হল।
২০০৯ সালে সঞ্জয় লীলা বনশালির গুজারিশ ছবিতে সহযোগী পরিচালক ছিলেন তিনি। অহনা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর খেয়াল রাখতেন মা হেমা মালিনি। অতিমারি পর্বে একমাত্র অহনার বাড়ি যাওয়ার জন্য় বাইরে বেরোতেন তিনি। এবার অহনার বাড়িতে গিয়ে ৩ জনের খেয়াল রাখতে হবে। ওদের সঙ্গে বেশি সময় কাটাব।
কয়েকমাস আগে ৪০ তম বিবাহবার্ষিকী পালন করেছেন ধর্মেন্দ্র-হেমা। যমজ নাতনি আসায় খুশি দাদু। হেমা জানান, ধর্মেন্দ্র বলেছেন আমাদের বাগান ধীরে ধীরে বড় হচ্ছে। এষার দুই মেয়ে এবং অহনার ৩ ছেলে মেয়ে। আর কিছু চাই না।
নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে এই খবর শেয়ার করেছেন অহনা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, কখনও কখনও কোনও চমৎকার ঘটনা জোড়ায় আসে। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি অ্য়াস্ট্রাইয়া এবং আদিয়া যমজ সন্তান আমাদের জীবনে এসেছে।
![যমজ মেয়ের মা হলেন ধর্মেন্দ্র-হেমা কন্য়া অহনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/28220932/WhatsApp-Image-2020-11-28-at-4.39.02-PM.jpeg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)